আজকাল কি যে হলো
- অনিরুদ্ধ রনি
একদিন সকাল হবার তৃষ্ণা ছিল
আজকাল বিকেল হতে ইচ্ছে করে
আজকাল ঘাস ফড়িং হতে ইচ্ছে করে
আজকাল জলপাই রঙা দুঃখ হতে ইচ্ছে করে।
এই জীবনে দুপুর হবার ইচ্ছে জাগে না
এই জীবনে লোক দেখানো কবি হতে ইচ্ছে করে না
এই জীবনে পড়ন্ত বেলার প্রেম হতে ইচ্ছে করে না
একদিন তো প্রথম প্রেম হবার তৃষ্ণা ছিল!
একদিন বেলুনে চড়ার তীব্র বাসনা ছিল
আজকাল ঘুড়ি উড়াতে ইচ্ছে করে
আজকাল তেপান্তরের মাঠ খুঁজতে ইচ্ছে করে
আজকাল দৌড়ে দৌড়ে চলে যেতে ইচ্ছে করে ছেলেবেলায়।
একদিন সকাল হবার তৃষ্ণা ছিল
আজকাল ফেরিওয়ালা, আজকাল মেঘপিওন
আজকাল মেঘ ফেরী করে বেড়াই, পৌঁছে দেই মন খারাপের বার্তা ভুল ঠিকানায়।
আজকাল হেঁটে হেঁটে রমনায় যাই
বিলেতি অর্কিডের ত্বক ছুঁয়ে বলি---
একবার হরিণাচর এসো,
এক আকাশ বৃষ্টি দেবো।।
১৭-০৯-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।