শরৎ এলো
- অথই মিষ্টি
বর্ষা শেষে আসলো ওরে
শরৎ ঋতু দেশে
ভেজা ঘাসে বাতাসে মিশে
শান্তির নিঃশ্বাসে।
সাদা ফুলে মনের ভুলে
ভাবি ছেঁড়া তুলো
চোখ আকাশে ঘ্রাণ বাতাসে
এযে শরৎ এলো।
পুকুর পাড়ে নদীর ধারে
কাশফুল রাশি রাশি
গুচ্ছ হয়ে দাঁড়িয়ে ও শুয়ে
এযে প্রকৃতির হাসি।
থাকলে রেগে খন্ডিত মেঘে
সব রাগ উড়ে যায়
শরৎ এলে শান্তি মিলে
দেখেই চোখ জুড়ায়।
কালো চুলে সাদা ফুলে
যদি মিলিয়ে দাও
শাড়িতে নারী দেখতে ভারী
কাশবনে দাড়াও।
১৭-০৯-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।