আমি কে?
- মোঃ আমিনুল এহছান মোল্লা

আমি কে?
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।
রাওনাট, কাপাসিয়া,গাজীপুর।
--------------------------------------------------------------------
আমি মোঃ আমিনুল এহছান মোল্লা!
ঐতিহ্যের রাওনাট গ্রামের অগ্নিসন্তান,
মোল্লা বাড়ীর প্রদীপ্ত শিখা আমি,
প্রখ্যাত মৌলভী আহাদ আলী মোল্লার মেঝো পুত্র—
বিশিষ্ট ব্যাংকার জনাব আবুল হোসেন মোল্লার উত্তরাধিকার,
মাতা মিনারা খানমের স্নেহ-অশ্রুতে গড়া আগুন আমি।
১৯৭৮ সালের ভোরে, পাবুর নানার বাড়ীর আঙিনায়

শুধু আলো নয়—ঝড় নিয়ে জন্মেছিলাম আমি!
আমি পরিবারের জ্যেষ্ঠ সন্তান,
শৈশবেই ছিলাম চঞ্চল, অশান্ত, অগ্নিস্রোত।
খেলা আমার প্রিয়, পড়ায় মনোযোগ ছিল না—
বাবা-মায়ের অন্তহীন কষ্টে, শত বাধা পেরিয়ে
প্রাইমারীর পাঠ শেষ করলাম আমি।
তারপর রাওনাট আদর্শ উচ্চ বিদ্যালয়ের দ্বারে
প্রথম বিভাগে এস.এস.সি জয়,
কাপাসিয়া ডিগ্রী কলেজে এইচ.এস.সি সমাপন,
ভাওয়াল বদরে আলম সরকারি কলেজে
বি.কম (অনার্স), এম.কম (হিসাববিজ্ঞান)—
প্রতিটি ফলকই আমার বিদ্রোহী যাত্রার মাইলফলক!

আমি ছাত্ররাজনীতির অগ্নিকণা!
ক্লাস সিক্স থেকে টেন—
প্রতিটি ধাপে আমি ক্যাপ্টেনের আসনে,
তারপর কাপাসিয়া কলেজ ও ভাওয়াল কলেজের
ছাত্র সংসদের নির্বাচনে বজ্রের মতো গর্জেছি আমি।
আমি তেজস্বী বক্তা,
অন্যায়ের বিরুদ্ধে আমার কণ্ঠই ছিল বজ্রনিনাদ,
শাসকের শিরায় কাঁপন ধরানো গর্জন।

আমি মুক্তিযুদ্ধের রক্তে সিক্ত,
বাংলার লাল-সবুজ আমার প্রাণ, আমার শপথ।
আমার সোনার বাংলা—আমার হৃদয়ের সুর,
বাংলাদেশ আমার অগ্নিসংগীত।
আমি শোষিত-বঞ্চিতের কণ্ঠ,
আমি ফ্যাসিবাদ-বিরোধী, স্বৈরতন্ত্রের শত্রু!
আমি মানবতার সৈনিক,
সামাজিক বিপ্লবের মশাল।

আমরা দুই ভাই, এক বোন—
ভাই নাজমুল এহছান মোল্লা আজ স্মৃতির অগ্নিবীজ,
বোন ফারজানা আক্তার (লিপি) আমার শক্তির প্রাচীর।

আজ আমি প্রাইভেট চাকরিজীবী—
বিবিএস ক্যাবলস পিএলসি, মহাখালী, ঢাকা।
কোম্পানির চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আবু নোমান হাওলাদার
আমার প্রেরণার প্রদীপ,
যাঁর অনুপ্রেরণা ও আর্থিক সহযোগিতায়
আমার প্রথম গ্রন্থ “পঞ্চ কলি” প্রকাশিত হলো।
তারপর ধারাবাহিকভাবে—
“আগামীর আলো”, “উপহার”,
“মুক্তির চাবি”, “স্মৃতির আলপনা”—
পাঁচটি গ্রন্থ আমার অগ্নিঝরা কলমে।
এইসব বই আমি বিক্রির জন্য নয়—
নিঃস্বার্থ ভালোবাসায়
ছাত্র-ছাত্রী, বন্ধু-বান্ধব, আত্মীয়-শুভাকাঙ্ক্ষীর হাতে
বিলিয়ে দিয়েছি আমি।

এ যাবৎ আমি লিখেছি প্রায় আট হাজার কবিতা—
দেশচেতনা, ইসলামী মূল্যবোধ,
মানবতা, মুক্তিযুদ্ধ, আলোকিত মানুষের জীবনী
প্রতিটি শিরা-উপশিরায় অগ্নিপথের দিশা।
আমার নতুন স্বপ্ন—
“কাপাসিয়ার আলো” নামের এক অগ্নিগ্রন্থ,
যা আগামী প্রজন্মের হাতে তুলে দেবে
স্বদেশপ্রেমের বজ্রশপথ।

আমি বিদ্রোহী কবি—
মাদক, সন্ত্রাস, চাঁদাবাজীর বিরুদ্ধে
আমার কলমই তলোয়ার,
আমার কবিতাই গর্জন।
আমি চাই আগামী প্রজন্ম
লাল-সবুজের চেতনায় গর্জে উঠুক,
বাংলার আকাশে বজ্রবিদ্যুতের মতো উঠুক
অগ্নিসংগীতের শপথে।

আমি কে?—
আমি মোঃ আমিনুল এহছান মোল্লা,
রাওনাট গ্রামের বিদ্রোহী কবি,
বাংলাদেশের অগ্নিপুত্র,
লাল-সবুজের বজ্রধ্বনি! ✦
-----------------------------------------


১৭-০৯-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।