অন্তরালে আলোর খোঁজ
- মোঃ আমিনুল এহছান মোল্লা
অন্তরালে আলোর খোঁজ
কলমেঃ মোঃ Amiul Ahasan Mollah
Raonat , Kapasaia
******************************
প্রভার ছোঁয়ায় ভোরের কণায় জ্বলে আশা,
নিশীর্তির আঁধারে ভাসে হৃদয়ের ভাষা।
প্রতিটি নিঃশ্বাসে খুঁজে পাওয়া যায় অনন্তের ছায়া,
বিষাদ ও আনন্দের মিশেলে জন্মায় প্রাণের মায়া।
বাতাসে ভেসে আসে অচেনা সুরের ঝংকার,
নদীর ঢেউয়ে লেখা অমর ভালোবাসারaltar।
প্রভার স্পর্শে জাগে গ্রীষ্মের নরম প্রভা,
অচেতন মনেও জ্বলে অমলিন অভিজ্ঞতার দ্যোতনা।
চোখে চোখে দেখা হয় অনন্তের মুক্তি,
শব্দে শব্দে প্রতিধ্বনিত হয় আত্মার নকশি।
দূর অজানা পথে, অজস্র স্মৃতির বাঁধন,
প্রভার আলোয় মিলেমিশে যায় সব বেদনার গান।
জীবনের কষ্ট যদি হয় তীব্র, অমোঘ ধ্বনি,
প্রভার ঝিলিক মুছে দেয় অন্ধকারের ঝঞ্ঝা।
প্রকৃতি, নদী, পাখির কণ্ঠে বাজে তার সুর,
হৃদয় খুঁজে পায় শান্তি, অনন্তে ভেসে যাওয়া দূর।
প্রভা নয় শুধু আলো, নয় কেবল ছায়া,
এ হৃদয়ের অন্তর্দৃষ্টি, জীবনের প্রাচীর ভাঙা।
যেখানে মিলিত হয় বাস্তব ও স্বপ্নের আলো,
সেখানে জন্ম নেয় অনন্তের নীরব হাসির আলো।
১৭-০৯-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।