নগ্নতার ছায়া
- মোঃ নাসির উদ্দীন
সোশাল মিডিয়া এখন সবার হাতে,
সকালে, রাতে, ঘুমহীন প্রহর কাটে।
কিন্তু সে হাতেই ছড়িয়ে যায় বিষ,
নগ্ন ছবি, ভিডিও—লজ্জার পরিশিষ্ট।
মানবতা হারায়, মুছে যায় লাজ,
ভাইরাল হয় নোংরা গান, নষ্টে সুখের সাজ।
নতুন প্রজন্ম দেখে এসব, শেখে কী?
সৃষ্টির নয়, ধ্বংসের দিকেই চলে তীক্ষ্ণ ধী।
লাইক আর শেয়ারের নেশায় মত্ত জনতা,
ভুলে যায় মূল্যবোধ, বিবেক আর মতা।
সামাজিক প্ল্যাটফর্ম হোক শিক্ষার থলি,
নগ্নতার নয়, হোক জ্ঞানের চলি।
তাই বলি, এসো সবাই বদলাই নিজেকে,
সংস্কৃতির আলো ফেরাই নতুন পথ দেখে।
ভালোবাসা, শালীনতা হোক আমাদের গান,
নগ্নতার এই অন্ধকার হোক চির অবসান।
১৭-০৯-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।