কাবিনের টাকায় ভাঙে ঘর
- মোঃ নাসির উদ্দীন

কাবিন ছিল মুখে বুলি,
ভালোবাসা যেন হারায় ধুলিতে।
স্বপ্ন দেখে বাঁধা ঘর,
শেষে এসে ভেঙে পড়ে মর।

বিয়ের কাবিন লাখ টাকায় বাঁধা,
তাতে কী হয়, যদি না থাকে হৃদয়ের সাধা?
স্বামী দেয় ভালোবাসা, দেয় ঘাম-ঝরা সময়,
তবুও কাবিন চায়, চোখে থাকে লাভের কুয়াশায়।

সংসার হয় বোঝা, প্রেম যায় দূরে,
বউয়ের পরিবার টানে টাকার সুরে।
স্বামী বোঝে, ভালোবাসা ছিল না,
ছিল শুধু হিসাব, কাবিনের গাঁথা।

ভালোবাসা নয়, টাকা যদি মান,
তবে সে ঘর ভাঙবে, থাকবে না প্রাণ।
কাবিন হোক সম্মান, লোভ নয় ভাই,
তবেই ঘরে সুখ আসে, মায়া বাড়াই।


১৭-০৯-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।