বরিশালের বুকে
- মোঃ নাসির উদ্দীন

বরিশালের বুকে বয়ে চলে ঢেউ,
নদী আর খালের মিতালি সেথায় জেউ।
শ্যামল মাঠ, নরম কাদা, সোনালি ধান,
বরিশালের রূপে মুগ্ধ হয় প্রাণ।

পায়রার পাড়ে বাতাসের নাচন,
কীর্তনখোলা নদীর বুকে জলছবির আঁচন।
কবির কণ্ঠে জাগে “ধানসিঁড়ি”র গান,
বরিশাল মানেই ইতিহাসের টান।

পুঁথির শহর, শিক্ষার আলো,
ভাষা আর সাহিত্যে যার গর্ব ভালো।
বাউল, ভাটিয়ালি, লোকগানের ঢল,
বরিশালের সংস্কৃতি – বাংলার মল।

স্বপ্নে, সাহসে, শান্তির ঘর,
বরিশাল বেঁচে থাক চিরদিন পরম প্রহর।


১৭-০৯-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।