ফেসবুকের ফাঁদে
- মোঃ নাসির উদ্দীন

সকালে উঠেই হাত ফোনে যায়,
ফেসবুক খুলেই দিনটা শুরু তাই হয় ।
নোটিফিকেশন, লাইক আর কমেন্টের খোঁজ,
বাস্তব জীবন ভুলে, ভার্চুয়াল মোহের খোঁজ।

মিথ্যে হাসি, সাজানো ছবি,
ভেতরে কান্না, বাইরের খুশি।
কে কী খেল, কোথায় গেল,
নিজের কাজ ফেলে শুধু স্ক্রল চলেই চল!

বন্ধুত্ব হয় ইনবক্সে, দেখা নেই চোখে,
বিশ্বাসও আজ ভাসে ফেক প্রোফাইলে লোকে।
সময় গেল, বই পড়া কমে, কথা বলা হারে,
ফেসবুক যেন ঘরের ঈশ্বর, সবাই তার দ্বারে।

তবু ফেসবুক খারাপ নয়, ব্যবহার যদি ঠিক,
শিক্ষা, সচেতনতা ছড়াক ছড়িয়ে দিক।
লাইক নয়, ভালো হোক কাজের পরিচয়,
ফেসবুক হোক ইতিবাচক জীবনের নতুন জয়।


১৭-০৯-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

১৮-০৯-২০২৫ ০২:৪২ মিঃ

খুব সুন্দর লিখেছেন প্রিয়

মোঃ নাসির উদ্দীন
১৮-০৯-২০২৫ ১২:২৪ মিঃ

ধন্যবাদ, দোয়া করবেন