বেওয়ারিশ শহর
- ফয়জুল মহী

এই শহরের একদল বেওয়ারিশ কুকুর
ঘিরে ধরলো আমাকে ঘেউ ঘেউ শব্দে
কম্পিত হল সুনশান নীরবতা ।

না , আসেনি কোনো মানব আমাকে বাঁচাতে
তবে এসে ছিল একদল পালিত কুকুর
আমার হাতের ব্যাগটা কেড়ে নিলো ছোঁ মেরে
ভিতরে থাকা জিনিসগুলো দুভাগে ভাগ করে
আবার উভয়দল ঘেউ ঘেউ করে চলে গেল।

বড় শহরটা কবরে শুয়ে থাকা গলিত লাশ
এই লাশের উপর মব আছে দখল আছে
একদল পাগলা কুকুরের উলঙ্গ নৃত্য আছে ।

লাল রক্ত দেখে উলু ধ্বনি তাদের
আগুনের ফুলকিতে কেরোসিন কিংবা চন্দন কাঠ
নীতি ধর্মকর্ম সবই এক বাহানা
কুকুরের চাই শহরটা, শহরের বড় চেয়ারটা।

এই শহরের সবই দখলে বেওয়ারিশ কুকুরের
প্রবাদ মনুষ্য মুখে লেজ হয় না সোজা জীবনে
শহরটা আজ ঋণে জর্জরিত, মানুষ মরে ফাঁসিতে।


১৮-০৯-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।