বইয়ের পাতায় চিঠি
- মোঃ নাসির উদ্দীন

বইয়ের পাতায় গুঁজে রাখতাম ছোট্ট চিঠির রেখা,
সোজা-সুজি বসতাম দু’জন প্রেম ছিল নীরব দেখা।
একই শ্রেণি, একটাই ঘর তবু হৃদয় আলাদা গান,
চোখে চোখে কত কিছু মুখে বলা হয় না তেমন।

হরিণী চোখে ছিল জাদু, নীরব ডাকে মাতাল মন,
লাউয়ের ডগার মত বাহু, কোমল, স্নিগ্ধ—ভালোবাসার ধন।
সাদা ওড়নায় গন্ধ মাখা, বাতাসে উড়ে যেত চুল,
সেই স্মৃতি আজো হৃদয়ে, দেয় না কিছু ভুল।

আলাওয়ালের পদ্মাবতী নয় কি তুমি নিজে?
অভিমানী, স্বপ্নবরণা—ভালোবাসা মিশে।
আজো মনে পড়ে ক্লাসের জানালা, বইয়ের পাতার গন্ধ,
তোমার আমার না বলা প্রেম—স্মৃতিতে বন্দ।

ভুলিনি আজো, ভুলবো কেমনে?
তুমি তো ছিলে কবিতার ছন্দে।
সময় গেছে, বয়স বাড়ে, তবু তুমি সেই,
চোখে চোখ রাখলেই দেখি—স্মৃতির লাল দীপ জ্বলে ওই।


১৮-০৯-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।