ঝরে যাওয়া ফুল
- মোঃ আমিনুল এহছান মোল্লা

ঝরে যাওয়া ফুল
কলমে মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
**********************************************

রাওনাট পশ্চিম পাড়া মোল্লা বাড়ীর দীপ্তিমান যুবক,
পিতার আদর্শে বড়, মাতার মমতায় ভরা অন্তরঙ্গ বুক।
ছোট ভাই সফিকুরের ছায়া, বন্ধুদের হাসি-মাখা চাহনি,
শৈশব থেকেই নদীর স্রোতের মতো উচ্ছ্বাসে ভরা প্রাণি।

স্কুল-মাদ্রাসা-কলেজের আঙ্গিনায় পাখির মতো খোলা মন,
ছাত্র দলের অগ্রভাগে, ঝড়ের পদক্ষেপে জ্বেলে আলো অজস্র জন।
ভাল ছাত্র, জ্ঞানভাণ্ডার খুলে, চাঁদের আলো ছড়িয়েছে মনোময়,
বিপ্লবী, ন্যায়ের দাবিতে অদম্য প্রেরণা দিয়েছে যেন ঝড়ের ধ্বনি।

সমাজ সেবক, দুঃখী মানুষের জন্য সূর্যের তাপের মতো প্রাণ,
ফুটবলার মাঠে দৌড়ে, জয়ের আনন্দে ভরেছে অন্তরান।
বিয়ে করেছেন, দুই সন্তানের জনক, মাটির গন্ধে আবদ্ধ জীবন,
প্রবাস থেকে ফেরত এসেছেন, সমুদ্রের ঢেউয়ের মতো নবীন।

কিন্তু আচমকা শুনি সে আর নেই, স্ত্রীর বুক শূন্য, সন্তান হারিয়েছে পিতা,
বদনাময় সময়ের আঘাতে থেমেছে জীবন অচেনা পথে।
ঝরে যাওয়া ফুলের মতো সুবাস ছড়িয়ে যায় স্মৃতির নদীতে,
চির অমলিন বেদনা, চোখে অশ্রুর ঝর্ণা বয়ে যায় ধীরে ধীরে।

যেন বসন্তের বাগানে হঠাৎ অচেনা শূন্যতা,
তার হাসি-মুখো ফুল আর নয়, শুধু স্মৃতির বাতাস।
প্রতিটি ছায়া, প্রতিটি নীরব মুহূর্ত বলে তাঁর কথা,
হৃদয়ের অন্দরে বয়ে যায় অকাল প্রিয়জনের ভাঙা আশা।

মহান আল্লাহ তাকে জান্নাতুল ফেরদৌস দান করুন, আমীন,
যুগে যুগে স্মৃতির তরঙ্গ বয়ে যাবে হৃদয়ে, অমলিন।
ঝরে যাওয়া ফুলের মতো, তিনি ছেড়ে গেছেন ছায়া ও আলো,
প্রতিটি মুহূর্তে বেদনার স্রোত ভরে অনন্ত শোকের ছন্দে।
-------------------------------------


১৮-০৯-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।