অবহেলার ছায়া
- মোঃ নাসির উদ্দীন

ঘরে আছে বউ, তবু নেই সে পাশে,
নেই কথা, নেই সঙ্গ, নেই হৃদয়ের আশে।
স্বামীর ডাকে মুখে রাগের ঝড়,
ভালোবাসা ভুলে গেছে, করে শুধু জ্বর।

চাই না সোনা, চাই না দামি শাড়ি,
চাই শুধু একটু হাসি, শান্তির বাড়ি।
তবু সে খোঁজে ভুল, খোঁটে কথা,
স্বামীর মন যেন ভরা শুধুই ব্যথা।

ভোরে উঠে দেয় না এক কাপ চা,
দু'টি মিষ্টি কথাও যেন হয়ে গেছে দুষ্প্রাপ্য যা।
বাইরের লোক পায় তার মায়া,
স্বামী শুধু পায় অবহেলার ছায়া।

ঘর তো গড়া যায় ইট-পাথরে,
কিন্তু সংসার গড়ে হৃদয়ের ভেতরে।
যে বউ হয় না স্বামীর আপন,
সে ঘরে থাকে শুধু দুঃখের বাতাস-ধ্বনন।


১৮-০৯-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।