নারীর গোপন রূপ
- মোঃ নাসির উদ্দীন

নারী তো স্বর্গের ছায়া, কোমল এক ফুল,
নরম হাসি, চোখে আলো, হৃদয়জুড়ে কূল।
তবে কেন সে বদলায় বিয়ের পরেই হায়?
যার ছিলো ভালোবাসা, আজ সে খোঁজেই না যায়।

বিবাহিত নারী যেন ভিন্ন এক রূপ,
ভালোবাসা হয়ে যায় শুধু দায়িত্বের থূপ।
যার চোখে ছিলো স্বপ্ন, প্রেমের আগুন জ্বলা,
আজ সে বলে, “সময় নেই, সংসার তো চলা!”

সে এখন ব্যস্ত কাবিন, হিসাব, দেনা-পাওনায়,
ভুলে যায় স্নেহ, মায়া, ছুঁয়ে থাকবার ছায়া।
ভালোবাসার গল্প তার বইয়ে ছিল কাল,
আজ সে শুধু স্বামী-পুত্রের খোঁপায় জড়ানো জাল।

আমি তো চেয়েছিলাম হৃদয় একখানি,
সে আজ দেয় ফরমায়েশ, ভাঙে স্বপ্নখানি।
নারী ছিলো ভালো, ছিলো সে প্রাণের গান,
বিয়ে যেন বদলে দিলো সে সব অলিখিত খান।


১৮-০৯-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।