বেদনাময় এক ছায়া
- মোঃ নাসির উদ্দীন
ভেবেছিলাম, ভালোবেসে ঘরে আনব চিরসাথী,
ঘর জ্বলবে দীপে দীপে, হাসবে জীবনসাথী।
দেখেছিলাম চোখে স্বপ্ন, সে মাটির মেয়ে,
আনলাম তাকে বউ করে—ভাগ্য বদলিয়ে।
কিন্তু সে তো আগুন ছিলো, শান্তি ছিলো ভান,
হাসির মুখে লুকানো ছিল বিষের গভীর সন্ধান।
বিয়ের পরে উল্টে গেল সব, ঘর হলো শ্মশান,
প্রেম কোথায়? ভালোবাসা নেই, শুধু অভিমান।
মায়ের মুখে বিষ ঢালে, ভাইয়ের সাথে রাগ,
নিজের স্বামীকেও করে তুচ্ছ—কাঁদে হৃদয় ভাগ।
সংসার নয়, সে চায় যুদ্ধ, নিত্য নতুন ঝামেলা,
এই কি ভালোবাসা ছিল? এই কি প্রেমের খেলা?
ঘটক কাঁদে, মাথায় হাত—“কি ভুল করলাম ভাই,
যার ছিলো মুখে মধু, সে ভিতরে কাঁটা পাই!”
সন্তান চায় না এই পরিবেশ, বাড়ি যেন জেল,
একটা মেয়ের খামখেয়ালে জীবন হলো ফেল।
স্বামী-স্ত্রীর কথা বন্ধ, বিছানায় দেয়াল,
ভালোবাসা রইল দূরে, আছে কেবল কালো জাল।
বউ নয়, যেন ঘরে এল বেদনাময় এক ছায়া,
যার স্পর্শে পুড়ে গেলো প্রেমের সব মায়া।
১৮-০৯-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।