ভুলটা আমারই ছিল
- অথই মিষ্টি
এই আহত গোলাপের নীড়ে, পুনরায় আমি তোমায় ফিরে পেলে
পূর্বের মত আর ছাড়বো না, অবহেলায় হারিয়ে যেতে দিব না
তোমায় কাছে টেনে নিব, শত অভিমান রাগ দূরে সরিয়ে দিব
রাগকে পরিত্যাগ করে, কথা দিলাম প্রিয় তোমায় ভালোবাসবো।
জানি আমার অনেক রাগ, যাক বাদ দাও সেই কথা আজ থাক
থাক সেই সব আমার অপকর্মের কথা, যে কথা বললে বুকের ভিতর আজ আমার অনুভব হয় ব্যথা
এ যে সত্য তোমায় হারিয়ে ফেলেছি অবহেলায়, হারিয়ে ফেলে আজ তোমায় ফিরে পেতে মন চায়
নাহ্ আমি আজ তোমার কাছে মাফ চাইবোনা, যে ভুল আমি করেছি সে ভুলের ক্ষমার যোগ্য হয়তো আমি না।
তোমার নীরব ভালোবাসা আমার তীক্ষ্ণ রাগের কাছে আঘাত প্রাপ্ত হয়েছে, তাই হয়তো সে তার আত্মশক্তি হারিয়েছে
আমার তিক্ত অভিমান তোমার বিশালতাকে স্পর্শ করতে পারেনি, তাই হয়তো তোমাকে ধরে রাখার সামর্থ্য আমার হয়নি
আজ আমার চির ব্যর্থতার কাছ থেকে বলে যাচ্ছি প্রিয়, তোমাকে হারিয়ে ফেলেই বুঝেছি ভুলটা আমারই ছিল।
১৮-০৯-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।