প্রিয় মামু
- মোঃ আমিনুল এহছান মোল্লা

প্রিয় মামু
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
*******************************

প্রিয় মামু, আবু সিদ্দিক সরকার ঝঞ্ঝার মতো উদ্দ্যোম,
চোখে অগ্নিস্ফুলিঙ্গ, হৃদয়ে অদম্য বিপ্লবী স্পৃহা বোম।
পিতা অলিউল্লাহ সরকারের আদর্শে দাঁড়ানো অনল,
দূর্গাপুর ইউনিয়নের মাটি তার সাহসের অটল প্রল।

প্রিয় মামু, ছাত্র দলের সেক্রেটারী, অদম্য সমরনায়ক,
প্রতিটি পদক্ষেপে বয়ে যায় বিদ্রোহের লালিত স্রোত।
নদীর ঢেউ, পাহাড়ের চূড়া, সে স্পর্শ করে অশ্লেষে,
স্বপ্নের বাণী ছড়ায় তরুণ হৃদয়ে অগ্নিমুখে।

প্রিয় মামু, রাজনৈতিক অঙ্গন তোমাকে আহ্লাদিত করে,
দুর্নীতি, চাঁদাবাজি, সন্ত্রাস—সব ধ্বংসের বিরুদ্ধে সে লড়ে।
স্বৈরতন্ত্রে ফ্যাসিবাদ তন্দ্রের বিরুদ্ধে দাড়াও,
দূর্গাপুরের মাঠে তরুণ হৃদয় জাগায়, স্পৃহা মঞ্চে বলাও।

প্রিয় মামু, ঝঞ্ঝরের মতো উদ্দ্যোমে জীবন প্রবাহিত হয়,
সময়ের স্রোতে সে স্বপ্নের পাল ভাসায়, উল্লাসিত হায়।
আবু সিদ্দিক সরকার—দূর্গাপুরের প্রেরণার অমর নক্ষত্র,
বিপ্লবী স্পৃহার সৈনিক, সাহসের ঝড়ে হৃদয় জাগে, প্রাণ ফেটে ওঠে।

প্রিয় মামু, মানবতার দুর্ভিক্ষে তোমার বড় প্রয়োজন,
হৃদয়, মনের শক্তি দিয়ে দাও আশার আলো ছড়ানো অনন্য প্রেরণ।
সাম্য, সম্প্রীতির ডাক দাও, অন্ধকার ভেদ করে আলো ছড়াও,
বিপ্লবী উদ্দ্যোমে উত্তোলন করো সমাজ, শক্তি, জাগাও।

প্রিয় মামু, ছড়িয়ে দাও বিদ্রোহী ডাক, জ্বালাও আগুন,
নির্যাতন, দমন, অবিচারের বিরুদ্ধে দাঁড়াও অটল স্তুপ।
তরুণ হৃদয় জাগ্রত, স্পৃহা জ্বলে, বিপ্লবী তরঙ্গ,
উদ্দ্যোমের ঝড়ে ভেঙে দাও অন্ধকারের সমস্ত প্রলঙ্গ।

প্রিয় মামু, প্রতিটি শহর, গ্রাম, মাঠ-ঘাটে উচ্চারিত তোমার নাম,
দূর্গাপুরের তরুণেরা জাগে, শক্তি জোড়ায়, বিপ্লবী প্রলয় কাম।
সাম্প্রদায়িকতা, অসাম্য, অবিচারের বিরুদ্ধে দাও লড়াই,
প্রাণের রক্তেও লিখবে ইতিহাস, দীপ্যমান হবে আগামী প্রভাত।

প্রিয় মামু, আবার ফিরে এসো, আলো নিয়ে, প্রেরণার সাথে,
সব তরুণকে যোগ করো, শক্তির সঙ্গে, অদম্য প্রলয়ের পথে।
অন্যায়, অবিচার, দমন, দুর্নীতি—সব ভেঙে ফেলা হোক,
স্বপ্নের জ্যোতি, বিপ্লবী স্পৃহা, সাহসের স্রোত হোক অমলিন।

প্রিয় মামু, যুগের আকাশে উড়ুক তোর বিদ্রোহী পাল,
অন্ধকারের শক্তি ভেঙে, জাগুক মানবতার আলো জ্বলন্ত কাল।
দূর্গাপুরের মাটি, তোমার পদধ্বনি, তরুণদের হৃদয় জাগায়,
সমরনায়ক, সাহসী নেতা, বিপ্লবী স্পৃহার অগ্নি ছড়ায়।
----------------------------------


১৮-০৯-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।