সাহিত্যনিধি
- মোঃ আমিনুল এহছান মোল্লা

সাহিত্যনিধি
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
***********************************************

কাপাসিয়ার তরগাঁও, ধানের মাঠে সবুজ ঢেউ,
সেই গ্রামে জন্ম নিল এক দীপ্তিমান জ্যোতিষ্মত রৌদ্র-তরঙ্গ।
পিতা মৌলভী আমিন উদ্দিন—প্রজ্ঞার দীপশিখা,
ছায়ায় বেড়ে উঠলেন সৈয়দ এহছান উদ্দিন আহম্মেদ দীপ্তিমান, অমলিন আশা।

১৯৩০ সালে ভর্তি, এমই স্কুলের তৃতীয় শ্রেণীতে,
শিশুমনে লেখা নামের সাথে শুরু হলো জ্ঞানের সূর্যদীপ্ত যাত্রা।
অক্ষরে অক্ষরে খুঁজলেন নতুন আলো,
প্রজ্ঞার মঞ্চে জ্বলে উঠল শিশুমনের অমলিন আলো।

সহকারী শিক্ষক হয়ে, পাঠশালার প্রাঙ্গণে,
জ্বালালেন প্রজ্ঞার প্রদীপ, ছড়িয়ে দিলেন মানবতার মধুর বাণী।
শিক্ষার্থীর মন জাগ্রত হলো সততা ও সাহসের আলোয়,
সত্য ও ন্যায় চিরন্তন হয়ে ওঠে তাঁর প্রতিদিনের প্রেরণার পাল্লায়।

১৯৩৯ সালে ম্যাট্রিকুলেশন—অর্জনের মধুর সিঁড়ি,
জীবনের পথে গড়ে দিল নতুন আলো-রথ।
১৯৪১ সালে কলকাতা থেকে আই-এ পাশের দীপ্তি,
জ্ঞান-ভাণ্ডারে ভরালেন আত্মার অনন্ত শিখা।

আই-এ পাশের পর ফিরে এলেন মাতৃভূমিতে,
কাপাসিয়া হাই স্কুলে সহকারী শিক্ষক হিসেবে জ্বালালেন আলোকদীপ।
শিক্ষার্থীর মনে গড়লেন আশা ও প্রজ্ঞার ধারা,
মানবতার পথে ছড়িয়ে দিলেন ন্যায়ের উজ্জ্বল আলোছায়া।

১৯৪৩ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বিএ পাশ,
জ্ঞানভাণ্ডার সমৃদ্ধ করলেন, প্রজ্ঞার দীপ জ্বালালেন আত্মার অন্তঃকল্পে।
পরবর্তীতে সরকারি চাকুরি শুরু করলেন কলকাতায়,
জাতির কল্যাণে নিয়োজিত হলেন অমলিন প্রজ্ঞার মহিমায়।

১৯৫১ সালে পুনরায় মাতৃভূমির পাঠশালায় যোগদান,
কাপাসিয়া হাই স্কুলের প্রধান শিক্ষক হয়ে জ্বালালেন অমলিন দীপশিখা।
সুদীর্ঘ ৩৩ বছর, ১৯৮৩ পর্যন্ত,
দক্ষতা ও সুনামের সহিত পালন করলেন শিক্ষার মহান দায়িত্ব।

শিক্ষার্থীর মনে ছড়িয়ে দিলেন আশা ও প্রজ্ঞার আলো,
মানবতার বাণী তিনি গড়ে তুললেন অমলিন দীপ্তিতে, রাত-দিনে।
জনাব, সৈয়দ এহছান উদ্দিন আহম্মেদ—
সাহিত্যনিধি, শিক্ষক, জ্ঞানের দীপ্তিশিখা,
তাঁর জীবনকথা চিরন্তন প্রেরণার উৎস,
মানবতার মাঝে অমর হয়ে থাকবে যুগে যুগে আলোর বিস্তার।

১৯৯৪ সালের ৩০ মার্চ, সন্ধ্যা ৬.৩০ মিনিটে,
হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ঢাকার সোহরাওয়ার্দী হাসপাতালে ইন্তেকাল করেন।
যা গেল পৃথিবীর মায়া, কিন্তু রেখে গেলেন অমর শিক্ষা,
স্মৃতিতে, ইতিহাসে, প্রজন্মের হৃদয়ে জ্বলছে তাঁর দীপিকা।

মহান আল্লাহ তাঁকে জান্নাতুল ফেরদৌস নসীফ করুন—আমীন।
-------------------------------------------------------


১৮-০৯-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।