প্রশিক্ষণের উদ্ভাবক
- মোঃ আমিনুল এহছান মোল্লা
প্রশিক্ষণের উদ্ভাবক
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট কাপাসিয়া গাজীপুর
**********************************************
১৯৩৭ সালে জন্ম নিলে দস্যুনারায়ন প্রামে,
কাপাসিয়ার কুয়াশা ভেজা প্রভাতের আলোয় জীবন ফুটে উঠল।
পিতা মোঃ আউব আলীর আশীর্বাদে গড়ে উঠলেন,
জনাব গিয়াস উদ্দিন আহম্মদ—জ্ঞান ও দার্শনিক দীপ্তির প্রতীক।
১৯৪৭ সালে কাপাসিয়া পাইলট স্কুলে পা রাখলেন,
শিশুর মনে জ্যোতির্ময় আলো ঝরল, নদীর মতো প্রবাহিত জ্ঞানের স্রোতে।
১৯৪৯ সালে কিশোরগঞ্জ গুরুদয়াল কলেজে ইন্টারডিয়েট,
প্রথম বিভাগে অর্জন করে জ্ঞানের অমৃতধারা অনন্তে ছড়িয়ে।
১৯৫৪ সালে প্রথম বিভাগে ম্যাট্রিকুলেশন সম্পন্ন,
অধ্যবসায়ের সোনালী ফুল ফুটল জীবনের বাগানে।
ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে কৃষিতে স্নাতক ১৯৫৮ এবং স্নাতকোত্তর ১৯৬০,
মাটির ঘ্রাণে মিশে গেল প্রকৃতি, বিজ্ঞান ও দর্শনের মিলনমঞ্চে।
মিশিগান বিশ্ববিদ্যালয় থেকে এএইন এডুকেশন ডিগ্রী ১৯৬৫ অর্জন,
বিদ্যার দিগন্তে প্রসারিত হলো অনন্ত সম্ভাবনার বাতাস।
শ্রেণীকক্ষে সীমাবদ্ধ নয় তাঁর দার্শনিক দর্শন,
প্রতিটি পাঠ হয়ে উঠল ঝর্ণাধারার মতো প্রবাহমান জ্ঞানের স্রোত।
তেজগাঁও কৃষি কলেজে প্রভাষক হিসেবে দায়িত্ব পালন ১৯৬৬,
শিক্ষার সূর্য উদ্ভাসিত করলেন দেশের প্রত্যন্ত কোণে।
রাজশাহী টিচার্স ট্রেনিং কলেজে ভাইস প্রিন্সিপাল ১৯৭৫,
পরে প্রিন্সিপাল ১৯৮০, শিক্ষার নক্ষত্র জ্বালালেন চিরন্তন দীপ্তিতে।
দূরশিক্ষণের বিএড প্রশিক্ষণের উদ্ভাবক ও প্রতিষ্ঠাতা ১৯৮৫,
শিক্ষার নতুন বাতিঘর জ্বালালেন অন্ধকার দূর করতে।
বাউবি পরিচালক হয়ে নেতৃত্বের ছোঁয়া ছড়িয়ে ১৯৯২,
দেশের শিক্ষা ও গবেষণায় যোগ করলেন জ্ঞানের মণিমালা।
উদ্ভাবনের ছোঁয়া মেলে প্রতিটি পাঠে,
শিক্ষার্থীর মনে জ্বলে আত্মবিশ্বাসের দীপ্তি।
শিক্ষার নক্ষত্র হয়ে ওঠেন অনন্তে,
সমাজে ছড়ান মানবতার বীজ ও বিজ্ঞানচেতনার আলোকবিন্দু।
মনের জানালা খুলে দেন মুক্ত চিন্তার বাতাসে,
পাহাড়, নদী, বাতাস, পাখির গান ও সূর্যের আলোয় প্রজ্ঞার ছোঁয়া।
অবসরে গিয়ে শান্তির প্রদীপ হাতে ধরলেন ২০০২,
জীবন হয়ে গেল জ্ঞানের নদী, দর্শনচিন্তার অমলিন স্রোত।
প্রত্যেক শিক্ষার্থী খুঁজে পাবে জ্ঞানের পূর্ণ সঞ্চয়,
অমর আলোর মতো ছড়িয়ে যাবে উদ্ভাবকের দীপ্তি চিরকাল।
---------------------------------------------------------
১৯-০৯-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।