উজ্জ্বল প্রকৌশলী
- মোঃ আমিনুল এহছান মোল্লা

উজ্জ্বল প্রকৌশলী
কলমে ঃ মোঃ আমিনুল ্এহছান মোল্লা
রাওনাট.কাপাসিয়া,গাজীপুর
**************************************

প্রকৌশলী শাহ মামুন সারওয়ার—আলোকরাশি, নক্ষত্রের মেলা,
পিতা আব্দল হাই ও মাতা হোসনেয়ারার আশীর্বাদে দীপ্তি অমেলা।

ডুয়েটের প্রাঙ্গণে জ্ঞানের দীপ্তি তিনি সঞ্চয় করলেন,
সিমেন্ট-ইটের স্রোতে স্থাপত্যের গান বাঁধলেন।
সেতু, সড়ক, ভবন—প্রকৃতির ছোঁয়ায় মিলিয়ে,
বৈজ্ঞানিক বোধে আঁকলেন স্থায়িত্বের ছবি জড়িয়ে।

এখন নেতৃত্বে—১৫টি ইঞ্জিনিয়ারিং প্রতিষ্ঠানের পথপ্রদর্শক,
তার মধ্যে মেরাজ প্ল্যানিং এন্ড ইঞ্জিনিয়ারিং সৃষ্টির অমলিন শিখর।
জন্মভূমি তরগাঁও ইউনিয়ন, সরসপুর গ্রাম, কাপাসিয়া থানা, গাজীপুর জেলা,
নদীর ছন্দ, বৃক্ষরাজি—শিখিয়েছে স্থাপত্যের নৈপুণ্য ও ধ্রুব সত্য।

গাজীপুরে পরিচিত “মামুন ইঞ্জিনিয়ার”,
চাবাগান, জয়দেবপুরে বসবাসে তার দীপ্তি অদ্বিতীয়।
স্কুল ও কলেজে জ্ঞানের আলো ছড়িয়ে দেন তিনি,
সামাজিক সংগঠনের পথচলায় রেখেছেন অনন্য ছাপ।

নক্ষত্রের নিখুঁত রাশি যেমন মহাকাশে স্থিতিশীল,
তাঁর পরিকল্পনা তেমনই নিখুঁত ও দৃঢ়।
ঝড়, ভূমিকম্প, নদী বা অপ্রত্যাশিত বাঁধন—
কোনও প্রতিকূলতাই থামাতে পারে না তাঁর সৃষ্টিশীল বোধ।

সেতুতে বয়ে যায় নদীর সঙ্গীত,
সড়কে প্রতিফলিত সূর্যের দীপ্তি—
সব মিলিয়ে রচিত হয় তাঁর দক্ষতার মহাকাব্য,
যেখানে বৈজ্ঞানিক বোধ ও দার্শনিক দৃষ্টি মিলেছে একত্রে।

শাহ মামুন সারওয়ার—উজ্জ্বল প্রকৌশলী,
পিতা-মাতার আশীর্বাদে গড়ে ওঠা মানবকল্যাণের প্রদীপ।
মানবতার পথে আলোকিত করলেন ধ্রুব সত্য,
প্রকৃতির ছোঁয়া, বিজ্ঞানের বোধ, দার্শনিক দৃষ্টি—
সব মিলিয়ে হয়ে ওঠে তাঁর নির্মাণশৈলীর মহাকাব্য।

উন্নতির রথ এগোয় তাঁর হাত ধরে,
মানবতার বুকে জাগে আশা, স্থায়িত্ব ও শক্তির ধার।
উজ্জ্বল প্রকৌশলী—সারওয়ার, তাঁর পিতা-মাতার গৌরব,
অমর হয়ে থাকে ইতিহাসের পাতায়, দীপ্তির মহাকাব্যিক নকশা।


১৯-০৯-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।