সার্জারির পথিকৃৎ
- মোঃ আমিনুল এহছান মোল্লা
সার্জারির পথিকৃৎ
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
***************************************
ডঃ মোঃ রুহল আমীন, ১৯৬১ সালের ১০ ই সেপ্টেম্বর,
গাজীপুরের কাপাসিয়া থানার রায়েদ গ্রামে জন্ম তেজস্বী।
পিতা নুরুল ইসলাম, মাতা আম্বিয়া খাতুনের আশীর্বাদে,
শৈশবেই জেগে ওঠে বিজ্ঞান ও মানবিকতার আলোকধারা।
১৯৭৭ সালে কাপাসিয়া পাইলট উচ্চবিদ্যালয় থেকে এসএসসি,
প্রথম বিভাগে উত্তীর্ণ, শিক্ষার ক্রিস্টাল আলো ছড়ায় প্রতিটি কোষে।
১৯৭৯ সালে এইচএসসি, প্রথম বিভাগে উত্তীর্ণ,
স্নায়ুপ্রবাহের মতো ধারাবাহিক জ্ঞান ও অধ্যবসায়ের প্রবাহে।
১৯৮৪ সালে ময়মনসিংহ মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রী লাভ,
অঙ্গ-প্রতিসংস্থান, রক্তবাহিত স্নায়ুতন্ত্রের জটিলতা অনুধাবন করে,
জীবনের কোষে কোষে মানবতার আলোকরশ্মি ছড়িয়ে দিতে প্রস্তুত।
১৯৮৯ সালে উর্ধ্বতন কোর্সে ভর্তি হয়ে,
ঢাকা পিজি হাসপাতাল থেকে সার্জারিতে উচ্চতর ডিগ্রী অর্জন,
এমএসএফসিপি, এমসিপি এস—অধ্যয়ন ও নৈপুণ্যের চূড়ান্ত মেলবন্ধন।
জাপান ও সিঙ্গাপুরে প্রশিক্ষণ নেন পেডিয়াট্রিক সার্জারি ও ইউরোলজিতে,
রক্তনালি, মায়ের কোষ ও শিশুর কিশোরী জটিলতা বোঝার গভীর দর্শন অর্জন করে।
ময়মনসিংহ মেডিকেল কলেজে কর্ম জীবন শুরু,
১৯৯৪ সালে সহকারী অধ্যাপক, ২০০১ সালে সহযোগী অধ্যাপক,
প্রতিটি চিকিৎসা-অধ্যায়ে নবজীবনের দীপ্তি অঙ্কিত।
যমজ শিশু পৃথককরণ সার্জারিতে তিনি আন্তর্জাতিক খ্যাতি অর্জন করেন,
প্রতিটি অস্ত্রোপচারে মানুষের জীবনের নক্ষত্রকে আলোকিত করে।
রক্তস্রোতকে মনোবল দিয়ে নিয়ন্ত্রণ,
হৃদস্পন্দনকে বিজ্ঞান ও ধৈর্যের ছন্দে পুনর্বিন্যাস করেন।
চোখে আবিষ্কারের দীপ্তি, হাতে মাইক্রো-সার্জারির নীরবতার জাদু,
শরীরের কোষে কোষে জীবনকে সংরক্ষণের অধ্যবসায়ে।
প্রতিটি পেশি, রক্তনালী ও স্নায়ুতে তিনি দেখেন প্রকৃতির জ্যামিতিক বিন্যাস,
দার্শনিকভাবে অনুভব করেন জীবন ও মৃত্যুর সীমারেখা।
বিজ্ঞানের সূক্ষ্ম আলো তার নখের ছন্দে,
চিকিৎসার ন্যায়বিচার মানবিকতার বৃত্তে।
প্রতিটি অস্ত্রোপচারে জটিলতা হ্রাস, সম্ভাবনা বৃদ্ধি,
নির্ভুলতা ও সহানুভূতি দিয়ে রোগীর জীবনকে পুনর্নির্মাণ।
প্রকৃতির অলংকার—সূর্যরশ্মি রক্তকোষে, নদী-প্রবাহ হৃৎস্পন্দনে,
নক্ষত্রের বিন্যাস অঙ্গসংগঠনে প্রতিফলিত।
ডঃ রুহল আমীন দেখেন মানবদেহকে বিশ্বব্রহ্মাণ্ডের মাইক্রোকসমোস হিসেবে,
চিকিৎসা তার দর্শন, অস্ত্রোপচার তার কবিতা।
মানবতার তরে অজানাকে জানে,
প্রতিটি শ্বাসে শেখায় প্রেম ও সহানুভূতির গতি।
সাধু ভক্ত, বিজ্ঞানপিপাসু, হৃদয়ময়ী,
ডঃ মোঃ রুহল আমীন, সার্জারির পথিকৃৎ,
চির অমল, অদম্য, অপ্রতিম।
-------------------------------------------------------
১৯-০৯-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।