কাওছারের ঝরণা
- মোঃ আমিনুল এহছান মোল্লা
কাওছারের ঝরণা
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
*********************************
অফুরন্ত দান দিলেন প্রভু, দয়ার স্রোত বয়ে,
নবীর হৃদয় ভরে উঠল আলো ঝলমল রোয়ে।
জীবনের নদী হলো কল্যাণে পরিপূর্ণ,
করুণার ঝরনা বয়ে গেল আকাশ-অসীম ধরণ।
হে প্রিয়, কেবল প্রভুরই তরে প্রার্থনা করো,
তাঁরই নামে কোরবানি দাও, আনুগত্যে ভরো।
নতমুখে দাড়াও তুমি তাঁরই দরবারে,
পবিত্র আত্মা দাও অর্পণ, সিজদায় বারংবারে।
শত্রুরা যারা বিদ্বেষে ফুঁসে ওঠে অকারণে,
তাদের স্বপ্ন ম্লান হবে মরুর বালুকায় গোপনে।
তারা থাকবে নিঃসঙ্গ, আলোহীন পথে,
হবে কেটে যাওয়া শাখা, শুকনো ডালপালার মতো।
কাওছারের ঝরনা জ্বলবে চিরকাল দীপ্তিতে,
রাসূলের মর্যাদা উঠবে নক্ষত্রের উচ্চতায়।
শান্তি, প্রেম, কল্যাণ ছড়াবে দিগন্তে দিগন্তে,
আল্লাহর প্রতিশ্রুতি ভাসবে মানবতার অন্তরে।
--------------------------------------
২০-০৯-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।