সৃজনশীল পথিক
- মোঃ আমিনুল এহছান মোল্লা

সৃজনশীল পথিক
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
****************************************

চরখিরাটির মাটিতে জন্ম, খিরাতির ডাকঘর,
কাপাসিয়ার আকাশে ফুটল তার জীবনের নক্ষত্র।
শিশুকালে মনোহরদী পাইলট বিদ্যালয়ে প্রথম পাঠ,
প্রতিটি পদে জ্ঞানের বীজ বুনে আলো হলো প্রভাত।

আদমজী ক্যান্টনমেন্ট কলেজে এইচএসসি-র ছন্দ,
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তিতে বিএসসি—শক্তির বন্ধ।
ইন্ডাস্ট্রিয়াল এন্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিংয়ে বুনল তিনি ছন্দ,
প্রযুক্তি আর সৃষ্টির মিলনে জীবন হলো অমরন্দ।

যুক্তরাজ্যের সাসেক্স বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সের আলোয়,
পরিবেশ, উন্নয়ন ও পলিসি শিখলেন তিনি নতুন ধ্রুবতারা।
এপেক্স গ্রুপে চার বছর ইঞ্জিনিয়ারের দায়িত্ব পালন,
শ্রমের অণুতে জাগল সৃজনশীলতার অমলিন বাল।

এসিল্যান্ড হিসেবে কাজ করেছেন—সিলেট গোয়াইনঘাট,
কিশোরগঞ্জ ভৈরবের গ্রামে ছড়ালেন উন্নয়নের বাত।
৩১তম বিসিএসের মাধ্যমে ২০১৩-এ নড়াইল কালেক্টরেটে যোগদান,
সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট—দেশের জন্য প্রাণবান।

কলমাকান্দা ও নেত্রকোণার স্মৃতি সঙ্গে নিয়ে,
ঈশ্বরগঞ্জে উপজেলা নির্বাহী অফিসারের দায়িত্বে জ্বলে উঠেন নীড়ে।
প্রজ্ঞা, কর্ম ও সেবা মিলিয়ে বুনেছে জীবনযাত্রার ছন্দ,
মোঃ জাকির হোসেন—মানবতার আলোকশিখা, জ্ঞানের অনন্ত চন্দ।

মাটির শিশিরে, নদীর স্রোতে, বনের গহ্বরে প্রতিফলিত,
তার নেতৃত্ব, প্রজ্ঞা ও নিষ্ঠা—সৃষ্টি ও প্রকৃতির রশ্মিতে জ্বলিত।
এ প্ল্যাটফর্ম শুধু নয়, এটি এক মহাকাব্যের সেতু,
যেখানে মিলবে জ্ঞান, ভ্রাতৃত্ব ও মানবতার অমলিন লহরু।
---------------------------------------------------------


২০-০৯-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।