নারী অ্যানেস্থিসিওলজিস্ট
- মোঃ আমিনুল এহছান মোল্লা
নারী অ্যানেস্থিসিওলজিস্ট
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।
রাওনাট, কাপাসিয়া, গাজীপুর
***********************************
সরসপুর গ্রামে জন্ম তার আলফাজ উদ্দিনের কোল আলো,
মায়া মমতার ছায়া সামসুন নাহারের ভালোবাসা ভরালো।
শিমু, স্বপ্নের পথে পা বাড়িয়ে,
জীবনের ক্লান্তি ভুলে মানুষের দুঃখ দূর করতে চায়।
ইঞ্জি. ওয়াহিদুল ইসলাম লিটনের সঙ্গী হযে,
সন্তান এইচ.এম ওয়াফি আফরাজকে ভালোবাসায় গলে মাখে।
খামের ডাকঘর, কাপাসিয়ার প্রান্তরে বেড়ে ওঠা,
শিক্ষার আলোতে দীপ্ত হলো জীবনের ধারা।
ঈদগাহ উচ্চ বিদ্যালয় ২০০২,
কাপাসিয়া ডিগ্রী কলেজ ২০০৪,
জ্ঞানচর্চার পথে চলা অদম্য প্রেরণা।
জেড.এইচ সিকদার উইমেনস মেডিক্যাল কলেজে এমবিবিএস অর্জন,
৩৩তম বিসিএসে জয়, স্বপ্নের নতুন দিগন্ত খুলে দেয় অনন্ত পথ।
ঢাকা মেডিক্যাল কলেজে এমডি,
অ্যানেসথেসিওলজি শিখে, মানবতার ঝড় তোলা।
বর্তমান কর্মস্থান: ঢাকা মেডিক্যাল কলেজ ও হাসপাতাল,
প্রতিটি শ্বাসে জীবন, প্রতিটি ছন্দে ভালোবাসার বাতাস।
কাপাসিয়ার প্রথম নারী অ্যানেস্থিসিওলজিস্ট হবার গৌরব,
মানবিক ডাক্তার হিসেবে মানুষের হৃদয় জয় করার স্বপ্ন।
প্রার্থনা করো, যেন তার পথ উজ্জ্বল হয়,
মানবতার সেবায় প্রতিটি দিন, প্রতিটি রাত আলো হয়ে ওঠে।
----------------------------------------------------------
২০-০৯-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।