দক্ষ সংগঠক
- মোঃ আমিনুল এহছান মোল্লা

দক্ষ সংগঠক
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
*********************************************

মোহাম্মদ ইয়াছিনুর রহমান রাকিব, দীপ্ত নামের দীপ,
পিতার ছায়ায় মুজিবুর রহমানের স্মৃতি গভীর।
মাতার স্নেহে রুবি আক্তারের আলো,
স্ত্রী নাদিরা রহমান মিথিলার প্রেমে প্রাণে উজ্জ্বল আলো।

ইবদিতা তিতির, ইবতিদা তাইফা—কন্যার দুটি মুকুট,
স্থায়ী ঠিকানা মোল্লা বাড়ি, গ্রাম-চাপাতের মুক্ত বাতাসে খুঁজে সুখের সূচনা।
ডাকঘর-রানীগঞ্জ বাজার, ইউনিয়ন-দুর্গাপুরের মাটি,
শেকড়ের স্পর্শে জাগে স্মৃতির অমলিন বাতি।

তালতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়—জ্ঞানচিন্তার বীজ,
বড়চালা স্কুল—শিক্ষার প্রিয় বৃক্ষের ছায়া।
কাপাসিয়া পাইলট হাই—৭ম শ্রেণি পর্যন্ত স্বপ্নের ধারা,
ওয়েস্ট এন্ড হাই স্কুল, এসএসসি-১৯৯৬, জ্ঞানসাগরের প্রান্তে নৌকা ভাসে।

ল্যাবরেটরী স্কুল এন্ড কলেজ, এইচএসসি-১৯৯৮—মেধার দীপ্তি,
ঢাকা কলেজ, উদ্ভিদবিজ্ঞান বিভাগ, জ্ঞানের শাখা প্রসারিত।
ঢাকা বিশ্ববিদ্যালয়, বিএ (ফার্সি, ২০০৩),
এমএ (ফার্সি, ২০০৪), বিদ্যার আলো ছড়ায় অনন্ত ধারা।

সরকারি প্রতিষ্ঠানে সহকারী পরিচালক, কর্মঠ ও নিবেদিত,
প্রতিটি পদক্ষেপে দেশপ্রেম, নেতৃত্ব ও সেবার ছোঁয়া।
বিএনসিসি নেভাল উইং—এক্স ক্যাডেট আন্ডার অফিসার,
রোভার স্কাউট গ্রুপ—সিনিয়র মেটের সুবর্ণ ভোর।

প্রেসিডেন্ট’স রোভার অ্যাওয়ার্ড, ২০০৬-এ সম্মানের আলো,
সোয়াক—তৃতীয় সাধারণ সম্পাদক, চতুর্থ সভাপতি, সেবার সোপান।
সাবেক সহ-সভাপতি, গাজীপুর ছাত্র কল্যাণ সমিতি,
জীবন সদস্য, ঢাকা বিশ্ববিদ্যালয় ফারসি ভাষা ও সাহিত্য বিভাগ অ্যালামনাই।

জীবন সদস্য, ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই,
রেজিস্টার্ড গ্রেজুয়েট হিসেবেও পরিচয় অমলিন।
সদস্য গাজীপুর অফিসার্স ফোরাম, সমাজসেবায় নিবেদিত,
ভালোবাসি দেশ, মাটি, শেকড়ের শক্তি, প্রিয় কাপাসিয়ার স্মৃতি।

দক্ষ সংগঠক, জীবন ও সেবার প্রতীক,
প্রতি পদক্ষেপে ইতিহাস, স্বপ্ন ও বিশ্বাসের সঙ্গীত।
শান্তির বাতাসে বোনা কর্মের ছন্দ,
জীবনের মঞ্চে সাজানো দার্শনিক প্রজ্ঞার বিন্দ।

যেখানে নেতৃত্ব, সেখানে আস্থা ও সমন্বয়,
প্রতিটি পদক্ষেপে গড়ে ওঠে মানুষের নতুন যাত্রার প্রদীপ।
ভালোবাসার আলোতে আঁকা তার জীবনযাত্রা,
শেকড়ের শক্তি, দেশের প্রতি অবিচল প্রেম—চিরন্তন আশা।

দক্ষ সংগঠক, সমাজ ও জাতির অনুপ্রেরণা,
জীবনযাত্রার গল্প হয়ে প্রতিটি হৃদয়ে অনুরণন।
----------------------------------------------------------


২০-০৯-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।