অস্থির সমাজ
- মোঃ আমিনুল এহছান মোল্লা

অস্থির সমাজ
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
****************************************

গ্রামের গলিতে বাজে বিদ্রোহের তাণ্ডব,
দাঙ্গা-মরামারি, হিংসা, বিদ্বেষের আগুন ঝলমল!
গঞ্জের বাজারে চাঁদাবাজি, ভয় আর আতঙ্কের ছায়া,
মাদকপান ভাঙে মানুষের মন, স্বপ্নের জ্যোতি মলিন হয়ে যায়।

শহরের রাস্তায় গুমের অন্ধকার নেমে আসে,
খুনের রক্তে লেখা শহরের নীরবতার ইতিহাস।
পাতি নেতাদের দৈরাত্বে নিভে যায় আশা,
কিরোশ গ্যাং উড়িয়ে দেয় নিরাপত্তার ভাষা।

ধর্ষণের চিৎকারে কাঁপে রাতের নিঃশব্দ বন,
জনে জনে আতঙ্ক, ভয় গ্রাস করে শিশুরা, বৃদ্ধা, মাতৃকা।
মিথ্যা হামলা মামলা, আইন হয়ে যায় দোসরদের হাতিয়ারে,
জলে, স্থলে, পথে ঘাটে লাশ আর লাশ, রাষ্ট্রযন্ত্র নিশ্চুপতায় প্রহারে।

দিকে দিকে সভ্যতার দুর্ভিক্ষ,
মানবতার শুন্যতায় ফেটে পড়ে নক্ষত্রের ছায়া।
দেশপ্রেমের অভাবে নিভে যায় হৃদয়ের বাতি,
বিদ্বেষের আগুনে জ্বলে প্রতিটি প্রাণ!

কিন্তু প্রকৃতির বাতাসে আছে বিদ্রোহের শ্বাস,
নদীর দোলায় জেগে ওঠে প্রতিটি আশা নতুন আলোয়।
পাহাড়ের শিখরে গর্জে ওঠে অগ্নিসংযোগের আগুন,
ঝর্ণার ঝাপটে জাগে প্রতিরোধ, গগনচুম্বী গাছের ছায়া।

বৈজ্ঞানিক সত্য বলে – পৃথিবী নীরব নয়,
ধূলিকণার দোলায় আছে প্রতিরোধের আলো।
অমানবিকতার বিরুদ্ধে রুখে দাঁড়াও, মানুষ!
গ্রাম, গঞ্জ, শহর – সব কাতেই বিদ্রোহের ডাক।

শ্বাসে শ্বাসে জেগে ওঠে মুক্তির আশা,
নদী-পাহাড় বলে, “আসবে নতুন প্রভাতের দ্যোতনা।”
বিদ্রোহের আগুনে দহন করে অন্ধকারের ছায়া,
মানবতা জেগে উঠবে, সত্যের বাণী বিজয়ী হবে!

অস্থির সমাজের বুক ধড়ফড় করবে,
গ্রাম, গঞ্জ, শহরেও শান্তির আলো বিজয়ী হবে।
প্রত্যেক হৃদয় জাগে, বিদ্রোহের ছন্দে দুলে,
অগ্নিসংযোগের রূপক হয়ে উঠবে মুক্তির আলো।

মানবতার শূন্যতা ভাঙবে, সত্যের পতাকা উঁচু হয়ে,
রাজনৈতিক অন্ধকার ছিন্ন হবে, দেশপ্রেমের আলো জ্বলে।
ধ্বনিমূলক লয়, ঝঙ্কারধর্মী ছন্দে হোক বিজয়,
অস্থির সমাজে জেগে উঠুক বিদ্রোহ, মুক্তি, শান্তি ও আশা!
-----------------------------------------------


২০-০৯-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

২০-০৯-২০২৫ ২৩:১৯ মিঃ

অসাধারণ ল উপস্থাপন
শুভেচ্ছা রইলো একরাশ সুপ্রিয়