নেতৃত্বের দুর্ভিক্ষ
- মোঃ আমিনুল এহছান মোল্লা

নেতৃত্বের দুর্ভিক্ষ
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট. কাপাসিয়া,গাজীপুর
***********************************

বঙ্গের বুক ফেটে চিৎকার করে জনতার,
যোগ্য নেতা নাই, ছায়ার পর ছায়া ঘোরে।

সততা নেই, ন্যায়নীতি নেই, নৈতিকতা নেই,
গণতন্ত্র হারিয়ে গেছে স্বার্থপর শাসকের জালে।

ফ্যাসিবাদ কেঁপে ওঠে, শাসন হয়ে গেছে স্বৈরতন্ত্রের ছায়া,
অগ্নিসংযোগ স্বপ্ন নিভে যায় নিঃশব্দ অন্ধকারে।

গ্রাম-শহর কাঁপে, বিদ্রোহী হৃদয় জ্বলে,
নির্বোধ শাসক হাসে, বন্দী তাদের স্বার্থের খোঁজে।

জাতির মুক্তি আজ হারিয়ে অন্ধকারে,
স্বপ্নের নৌকা ভেসে চলে ঝড়ের তীব্রতায়।

শূন্য নেতৃত্বে মানুষ দাঁড়িয়ে নতুন দিনের আলো খুঁজে,
স্বার্থপর নেতা স্বপ্নকে কেটে ফেলে, অগ্নিসংযোগ নিভে যায়।

হৃদয় জ্বলে, প্রতিবাদে অচল নয়,
জনতার চেতনা ছোঁয়, অন্ধকার ছিঁড়ে যাবে।

নেতৃত্বের দুর্ভিক্ষে চিৎকার করে ইতিহাস,
বঙ্গের বুক কাঁপে, জাগে মুক্তির গান।

ফ্যাসিবাদী শাসক হাসে, স্বৈরতন্ত্র জ্বলে,
মানুষ উঠে দাঁড়ায় বিদ্রোহে, তীব্র প্রহরে।

স্বপ্ন জ্বলে, নষ্ট ছায়া ছিঁড়ে মুক্তি আসে,
সততা নেই, ন্যায়নীতি নেই, নৈতিকতা নেই—শূন্যের দেশে অন্ধকার।

বঙ্গের বুক ফেটে চিৎকার করে আবার,
যোগ্য নেতা না থাকলেও, মানুষ চায় বিজয়ের আলো।

বিপ্লবী চেতনায়, বিদ্রোহী প্রহরে,
ফ্যাসিবাদ-স্বৈরতন্ত্রকে ধ্বংস করে, নতুন যুগের জন্ম।
----------------------------------------------------


২০-০৯-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।