কবি মনের উষ্ণতা
- অথই মিষ্টি
কবি মনের বেকুল উষ্ণতায় ভরা সব কথা
শব্দের পর শব্দ হয়ে কবিতায় ফুটে উঠে সর্বদা
তাতে মিশে আবেগ, অনুভূতি, অলঙ্কার ও ছন্দ
কবি কখনো ভাসে নীল বিষাদে কখনো বা আনন্দ
কবি চঞ্চল হয় দূর্বল হয়, হয় কখনো বিদ্রোহী
কবি বজ্রকন্ঠে বাণী তোলে আর কবিতায় প্রতিবাদী
কবি নির্মল চিনে গুনজন করে কবিতায় তোলে ফুটিয়ে
কবি দুর্বার হয়ে আকাশ ফাড়ে রোদ্রের ঝলকানি হয়ে
কবি জ্বালিয়ে দেয় পুড়িয়ে দেয় ঘূর্ণিঝড়ে উড়িয়ে দেয়
সব দুর্নীতি অবিচার আর অহংকার পায়ের নিচে গুঁড়িয়ে দেয়
কোন আছোর ছাড়াই হিংস্র প্রাণীর মতো আশ্রে দেয়
কলম কবিরা অস্ত্র কবিতায় সে প্রমাণ দেয়
কবি মনের উষ্ণতা
বুঝবে কেহ?
সবার বোঝার নাই ক্ষমতা
২০-০৯-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।