শুভ্র মায়া তোমার ছায়া
- অথই মিষ্টি
কাশবনে গিয়ে সাদা ফুলে
দিকভোলা হয়ে মনের ভুলে
যদি তোমাকেই খুঁজেফেরে মন,
কি উত্তর দিবে তুমি
ভালোবাসি যদি বলি আমি
অবাক হয়ে চুপটি করে থেকোনা সেইক্ষণ।
শুভ্র কাশফুলের আড়ালে
লজ্জায় তোমার মুখ হারালে
এক আঙ্গুলে স্পর্শ করবো তোমায়
তুমি মুচকি হাসি দিলে
আল্ত করে মুখ ঘুড়িয়ে নিলে
আমি তৃপ্ত মনে হাড়িয়ে ফেলবো আমায়।
কাশবনের এ শুভ্র মায়ায়
হৃদয় আটকে রয় তোমার ছায়ায়।
কবি ও লেখক : অথই মিষ্টি
২০-০৯-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।