মুনাফিকের চক্র
- মোঃ আমিনুল এহছান মোল্লা
মুনাফিকের চক্র
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
*********************************************
লাল-সবুজের চিরশত্রু, বুকে ঝাঁপায় অন্ধকার,
মীরজাফরের রক্তধারা ছুঁয়ে যায় স্বপ্নের মার।
মিথ্যার আগুনে জ্বলছে তারা, বীভৎস চক্রে বাঁধা,
দেশপ্রেমের বাতাসে তারা ফেলে বিষের ছায়া।
হাসি ফোটে ঠোঁটে, খুনের সুরে বাজে বাণ,
স্বাধীনতার পতাকা তারা মুড়ে ছুঁড়ে কালো জান।
সত্যের পথ তারা বাঁধে, ন্যায়ের আলো তারা ফেলে,
মুক্তির গান তারা ধ্বংস করে, চিৎকারে জমিন ফেলে।
চক্র ঘোরে, ঘোরে, অন্ধকারে শত্রুর মতো,
পাপের রথে তারা ছড়ায় তলোয়ারের ছোড়া।
দেশপ্রেমের পাখি তারা বেঁধে রাখে কুপ্রভাবের জালে,
স্বাধীনতার রক্তে লেখা, মুনাফিকের চক্র ফাঁদে।
হায়! একদিন ধ্বংস হবে এ দুষ্ট চক্রের বীভৎস কৌশল,
মীরজাফরের প্রতিশোধ ছুঁড়ে ভেঙে দেবে তাদের দাস্য।
লাল-সবুজের পতাকা উড়ে যাবে ঝড়ের মতো গগনে,
অন্ধকার ছিঁড়ে যাবে, স্বাধীনতার রোদ্দুর জ্বলে বুকে।
এ যুদ্ধ হবে রক্তক্ষয়ী, ছোড়াছুড়ির চরম লড়াই,
মুনাফিকদের চক্র ভেঙে পড়বে, সত্য জ্বলবে সর্বত্রই।
--------------------------------------------------
২০-০৯-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।