মানবিক চিকিৎসক
- মোঃ আমিনুল এহছান মোল্লা

মানবিক চিকিৎসক
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
*********************************

সোনারখিলের মাটিতে জন্ম তাঁর,
চাঁপাত মোল্লা বাড়ি—গ্রামের আপন আঁধার।
পিতা মোঃ ইব্রাহিম মোল্লা, মাতা রোকেয়া বেগম,
সন্তান হয়ে এলেন সোহেল রানা, মানবতার মহিম।

দূর্গাপুর ইউনিয়নের গর্ব তিনি,
রানীগঞ্জ বাজার ডাকঘরের আলোয় জন্মভূমি।
চাঁপাত সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রথম পাঠ,
১৯৯৩-এ শৈশবের শিক্ষায় পেলেন নতুন প্রভাত।

রানীগঞ্জ হাইস্কুলে ১৯৯৯-এর স্বপ্ন জয়,
নটরডেম কলেজে ২০০১-এ জ্ঞানের সুধা সঞ্চয়।
বরিশালের শের-ই বাংলা মেডিকেল কলেজে ডাক পেলেন,
এমবিবিএস ডিগ্রিতে মানবতার সৈনিক হয়ে উঠলেন।

৩৩তম বিসিএস স্বাস্থ্য ক্যাডারে যোগদান,
কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২০১৫-২০১৮ সেবার গান।
অসহায় মানুষের আর্তি শুনে দিয়েছেন ভরসা,
চিকিৎসা আর ভালোবাসায় বুনেছেন জীবনের আশা।

২০১৮ থেকে আজ পর্যন্ত কর্মরত তিনি,
জাতীয় অর্থোপেডিক হাসপাতাল—নিটোরে অনন্য গৌরবধনী।
পঙ্গুত্বের অন্ধকারে আলো হয়ে আসেন,
মানবিক চিকিৎসক—জীবন বাঁচানোর প্রতিজ্ঞা নিয়ে থাকেন।

সাদা এপ্রোন শুধু পোশাক নয়,
এটি আশার প্রতীক, মানবতার জয়।
দূর্গাপুর ইউনিয়নের গর্ব, কাপাসিয়ার সন্তান,
সোহেল রানা—চিকিৎসার নামে লেখা মানবতার কাব্যগান।
-----------------------------------------------


২০-০৯-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।