স্বপ্নের হোমিও ডাক্তার
- মোঃ আমিনুল এহছান মোল্লা
স্বপ্নের হোমিও ডাক্তার
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
***************************************
ডাঃ রেদোয়ানা সরকার (রুনি) নাম তাঁর গর্বিত পরিচয়,
BHMS (ঢাকা বিশ্ববিদ্যালয়) – শিক্ষার শুদ্ধ অক্ষয়।
MS in Microbiology (PAU), DCSA (BOU)-র জ্ঞানে ভরপুর,
চিকিৎসা বিজ্ঞানের পথে তিনি স্বপ্নেরই এক সুন্দর সুর।
পিতা মোঃ আবদুছ ছাত্তার মিয়া, ছাত্তার মাস্টার নামে খ্যাত,
গ্রাম ও পোস্ট আমরাইদ, রায়েদ ইউনিয়নের প্রিয় প্রভাত।
মাতৃভূমির শেকড়ে গড়া সেই পরিবারে জন্ম তাঁর,
কাপাসিয়ার কন্যা রুনি – স্বপ্নের হোমিও ডাক্তার।
স্বামী মোঃ মনসুর উল আরিফ খান, স্নেহভরা সহযাত্রী,
গ্রাম বেহাইদুয়ার, পোঃ পিরিজপুর, কড়িহাতা ইউনিয়নের স্মৃতি।
দাম্পত্যে শক্তি আর আশ্রয়, সেবায় মেলে প্রেরণা,
রোগীর দুঃখ দূর করা তাঁর জীবনেরই সাধনা।
আজ তিনি সহকারী অধ্যাপক,
গাজীপুর হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালে অবিরত,
শিক্ষার্থীদের দেন জ্ঞান, রোগীদের দেন সান্ত্বনা,
প্রাণে প্রাণে বুনে চলেন নিরাময়ের আলোকরচনা।
চেম্বার তাঁর— প্যাসিফিক হোমিও ক্লিনিক,
গ্রেট ওয়াল সিটি, নলজানী, চান্দনা চৌরাস্তা—
যেখানে দানা দানা ওষুধে ফুটে ওঠে প্রাণের গান,
রোগীর চোখে জ্বলে ওঠে নতুন আশার প্রদীপদান।
যোগাযোগ নম্বর ০১৮২৭২১৭১৩৮,
মানুষের আহ্বান শুনতে তিনি সদা প্রস্তুত, সদা অনুরাগে।
আজীবন সদস্য তিনি গাজীপুর অফিসার্স ফোরামের,
এবং গর্বিত সদস্য কাপাসিয়া গ্র্যাজুয়েট ফোরামের।
শিক্ষার শুরুতে অর্জন করেছিলেন SSC (১৯৮৬),
ইউনিয়ন উচ্চ বিদ্যালয়, হাইলজোর, কাপাসিয়ার নিবেদিত শিক্ষা সে-ই।
অভিজ্ঞতা, সততা আর শ্রমে গড়ে তুলেছেন সেবার দিশা,
স্বপ্নের হোমিও ডাক্তার— মানুষের ভালোবাসায় ভাসা।
হোমিওপ্যাথি তাঁর হাতে শুধু চিকিৎসা নয়,
প্রকৃতির অনুতে লুকানো নিরাময়ের নব জয়।
রোগের দুঃখ মোচনে তিনি আলোর দিশারী,
মানবতার সেবায় নিবেদিত এক অনন্য নারী।
--------------------------------------------------------------
২০-০৯-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।