স্বপ্নের উদ্যোক্তা
- মোঃ আমিনুল এহছান মোল্লা

স্বপ্নের উদ্যোক্তা
কলমেঃ মোঃ আামিনুলে এহছান মোল্লা
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
*************************************

কাপাসিয়ার মাটি থেকে উঠে আসা প্রাণ,
মো. দেলোয়ার হোসাইন আজ উন্নয়নের দিশারী মহান।
পিতা ডা. আক্তার উদ্দিন, মাতা ফাতেমা আক্তারের আলো,
শিক্ষার দীপ্তিতে গড়া হয়েছে তার স্বপ্নভরা ভালো।

মনোহরদী পাইলট স্কুলে এসএসসি’র পথচলা,
হাতিরদিয়া কলেজে এইচএসসি’র সোনালি দোলা।
সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ে অনার্স, এম এ’র জয়,
জ্ঞানের সাথে সংগ্রামে গড়েছেন ভবিষ্যৎময়।

তিনি শুধু শিক্ষিত নন, তিনি স্বপ্নের স্রষ্টা,
অর্থনৈতিক উন্নয়নের পথে সাহসী উদ্যোক্তা।
বি বি এস গ্রুপ, নাহি গ্রুপ—সাফল্যের দিশা,
চেয়ারম্যান ডাফ ইন্ডাস্ট্রিজে শিল্পায়নের নিশা।

কর্মসংস্থানের আলো জ্বালেন, বেকার দূরীকরণ,
তরুণ সমাজে তিনি এনেছেন নতুন জীবন।
শিল্প, উদ্যোগ, কর্মে গড়েছেন উন্নতির জয়ধ্বনি,
কাপাসিয়ার গর্ব, গাজীপুরের স্বপ্নের স্বর্ণরশ্মি তিনি।
---------------------------------------------


২০-০৯-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।