পর্দার ঝলক
- মোঃ আমিনুল এহছান মোল্লা

পর্দার ঝলক
কলমেঃ েমাঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
************************************

ওহে শুনো, পর্দা নহে মানব রচিত গান,
আলোর নির্দেশ, সভ্যতার চিরন্তন জ্যোতি প্রাণ।
কোরআনের আলো জ্বেলে অন্তরে নূরের ছায়া,
নর-নারীর হৃদয়ে ভরে সততা ও মায়া।

সংযত পোষাক পরিধান করো, হে নারী ও পুরুষ,
হিজাবের ছায়ায় ফুটুক সম্মান ও গুণময় দুষ্ট।
পবিত্র আদেশ বাঁধে জীবনযাত্রার ধার,
সামাজিক মর্যাদা ছড়ায় নৈতিকতার ভার।

কিন্তু বেপর্দা—পশুত্ত্বের ভূষণ, প্রভূরের অভিশাপ,
নগ্নতা নয় স্বাধীনতা, নয় সাহসের প্রকাশ।
ধর্ষকের অন্তরে জাগে কামনার অগ্নি,
সম্পর্কে ফাটল, নৈতিকতা হারায়, সমাজে ধ্বনি।

নিরাপত্তা হীন জীবন, ভয়াল ছায়ায় ঢাকা,
অভিশপ্ত পথে নষ্ট হয় শান্তির আলো ধারা।
কি করে তুচ্ছ করিবে তারে ক্ষণস্থায়ী ভুবন?
ভিতরের অসুরকে দমন করো, হে বিধানের পথন।

কোরআনের বাণী বলে—সংযম, ভক্তি, ন্যায়,
পর্দা নয় বাধা, নয় দুর্বলতা, নয় অন্ধকার।
হিজাব ও সম্মানের পথে হেঁটে চলুক সবাই,
মর্যাদা, সততা, নৈতিকতা হোক চিরন্তন ছায়া।

পর্দা মানব সভ্যতার দীপ্তি, আলোর দীপ জ্বালা,
বেপর্দা প্রভূরের অভিশাপ, অন্ধকারে ভরা হাহাকার।
আলোর খোঁজে হেঁটে চলুক পথিকের ভেলা,
পর্দার ঝলক—সমাজে ন্যায়ের চিরন্তন মেলা।
--------------------------------------------------


২১-০৯-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।