মেধার শুন্যতা
- মোঃ আমিনুল এহছান মোল্লা

মেধার শুন্যতা
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
**************************************

রাষ্ট্রযন্ত্রে শূন্যতা, অন্ধকারের ঝড় নড়ে ওঠে,
নেতাদের মুখে বিষধর হাসি, জনতার চিত্তে শোকর ঢেউ তোড়ে।
দলের কক্ষ গর্জে, শূন্যতা ছুঁড়ে দিয়েছে মায়াজাল,
অবৈজ্ঞানিক নীতি, মিথ্যার বিষে ভরা প্রতিটি কণ্ঠাল।

অফিস আদালতে নীরবতা, গ্রহাণুর মতো ঘূর্ণায়মান,
বিচারকের চোখে সত্যের প্রদীপ নিভে গেছে ধূলিময় অঙ্গান।
শিক্ষাপ্রতিষ্ঠানে ক্লান্তি, গাছের ছায়া নীরব নিদ্রা,
গবেষণার বাতাসে নেই কোন স্ফুলিঙ্গ, অজ্ঞতার ত্রাসে ভরা।

সমাজে শূন্য বুদ্ধি, নদীর মতো প্রবাহ থমকে গেছে,
অন্যায়ের বিরুদ্ধে কণ্ঠও নেই, তীর ছোড়ার সাহস নেই।
ঘরে ঘরে শোক, শিশুর হাসি নিভে গেছে অন্ধকারে,
বাবা-মায়ের চোখে শুধু হতাশা, ক্রোধের জ্যোতি ছড়িয়ে আছে পারে।

মেধার শুন্যতা আকাশ ভেদে বজ্রধ্বনি বেজে ওঠে,
জ্ঞানীর আলো নিভে গেছে, অন্ধকারে দাসত্বের ছায়া ফোটে।
নেতা, বিচারক, শিক্ষক—সব স্তব্ধ,
দক্ষতা হারিয়ে, রাষ্ট্রের ধ্বংসভূমিতে দাঁড়ায় প্রতিটি পথ।

প্রকৃতির শীতল বাতাসে বিদ্রোহের স্ফুলিঙ্গ,
পাহাড়ের চূড়ায় ডানা মেলে কণ্ঠের তুফান।
দার্শনিক চেতনায় জাগুক চেতনা,
বিজ্ঞানী তত্ত্বে হোক মুক্তির আলোকপ্রভা।

সূর্যোদয়ের রঙে হাহাকার জাগে অশ্রুসিক্ত,
বজ্রপাতের মতো শব্দে ভেঙে পড়ে মিথ্যার প্রলেপ।
নদীর স্রোত আক্রমণ করে নীরবতা,
পাহাড়ের ছায়া জাগায় বুদ্ধি, অন্ধকারে অগ্নিস্ফুলিঙ্গ।

বিজ্ঞানী যান্ত্রিকতায় হোক মুক্তির লয়,
দার্শনিক তর্কে ভাঙুক নিপীড়নের অস্থির ভয়।
মেঘের আড়ালে অশ্রুসিক্ত চেতনা জাগুক,
বাতাসে উড়ে হোক সত্যের প্রতিধ্বনি, মিথ্যার ছায়া ছিঁড়ে যাক।

বিদ্রোহের আগুন জ্বালাও, অগ্নিস্ফুলিঙ্গ উড়িয়ে দাও,
শৃঙ্খল ভাঙো, মিথ্যার শিকড় কেটে ফেলে দাও।
ঘরে ঘরে, সমাজে, আদালতে, শিক্ষা স্থানে,
উচ্চারিত হোক সত্য, উড়ুক মিথ্যার শেকড় চিরদিন।

চোখে চোখে আঙুল তুলে বলো—“নিষ্কৃতি চাই!”,
নীরবতা ভাঙে, কণ্ঠ শোনাবে বিদ্রোহের প্রলয়ধ্বনি তাই।
মেধার আলো ফেরাও, ক্ষুধিত চেতনায় আগুন ছড়িয়ে দাও,
শৃঙ্খল ভাঙুক, অন্ধকারে মুক্তির প্রদীপ জ্বালাও।

পাহাড়ের ঢেউ, বনভূমির গর্জন, নদীর ঝর্না,
সব প্রকৃতির কণ্ঠে জাগুক মুক্তির শাপথ।
নক্ষত্রের আলো ফোটুক সত্যের প্রমাণে,
জ্ঞান, বুদ্ধি, শক্তি—সব হোক স্বাধীন মানবদ্যানে।

আকাশের বাতাসে ছড়িয়ে দাও বিদ্রোহের রণসঙ্গীত,
বজ্রপাতের মতো ভেঙে দাও মিথ্যার প্রতিরণকৃত প্রাচীর।
মহাবিশ্বের শক্তি জাগুক বীরের হাতে,
প্রত্যেক ঘরে সমাজে বাঁচুক মুক্তির বাতাস, আলোর চাদরে।
---------------------------------------------------


২১-০৯-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।