অর্জন
- মোঃ আমিনুল এহছান মোল্লা

অর্জন
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট, কাপাসিয়া,গাজীপুর
***************************

ঘাটকুড়ির মাটি ফুঁড়ে উঠিল অগ্নিশিখা,
অধ্যক্ষ হারুনুর রশিদ—শিক্ষার বজ্রদীপ্ত দীক্ষা!
অজ্ঞানতার আঁধার ভেঙে তিনি তুলেন পতাকা,
শিক্ষার সৈনিক তিনি, অটল তাঁর হাঁকা।

শেরেবাংলার নামে মঞ্চ কাঁপিল গর্জনে,
ঢাকা পল্টনে বাজিল তাঁর গৌরবের রণে।
ওয়েলফেয়ার ফাউন্ডেশন দিল স্বর্ণমুকুট দান,
এ অর্জন শুধু তাঁর নয়—কাপাসিয়ার গর্ব-গান।

২১ কৃতি প্রাণে যখন ঝলমল সম্মান,
তখন রশিদের পদক্ষেপে জ্বলে শিক্ষার জ্বালান।
ভ্রাতা ড. আনোয়ার হোসাইনের দীপ্তির সাথী,
তবু তিনি নিজ মহিমায় আকাশ ছুঁইতে মাতি।

তিনি বলিলেন—“এ পথ আমার দায়,
জ্ঞানই হোক মুক্তির তলোয়ার, ভাঙুক শৃঙ্খল-ছায়।”
কৃতজ্ঞ হৃদয় তাঁর, সকলের প্রতি দান,
কিন্তু স্বপ্নে আছে আগামী, শিক্ষার মহাপ্রাণ।

ওহে মোল্লা! তোর অর্জন বজ্রের মতো দীপ্ত,
জাতির তরুণেরা হোক তোর হাত ধরে শিপ্ত।
কাপাসিয়ার আকাশে তোর নাম আগুনের গান,
অধ্যক্ষ হারুনুর রশিদ—অমর তোর সম্মান!


২১-০৯-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।