গৌরবময় অর্জন
- মোঃ আমিনুল এহছান মোল্লা
গৌরবময় অর্জন
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
**************************************
কাপাসিয়ার পিরিজপুর, কড়িহাতা গ্রাম,
উদ্ভাসিত জ্যোতি, বিজ্ঞানী চিহ্নিত ধাম।
অর্থনীতির বিদ্যায় অনার্স-মাস্টার্সের আলোয়,
শিক্ষার দীপ জ্বেলে চলেছেন জাহিরুলের পালক।
দ্বিবার্ষিক সম্মেলনের কণ্ঠে বিজয়ী সুর,
দ্বিতীয় নয়, তৃতীয় নয়, তৃতীয় স্থানে তাঁর নূর।
অর্থনীতি সমিতির কার্যনির্বাহী কমিটির মাঝে,
ভোটের জোয়ার ভাসায় গর্বের রঙিন ভাষা।
কাপাসিয়া গ্রাজুয়েট ফোরামের শুভেচ্ছা বন্যা,
আন্তরিক অভিনন্দন জানায় এই গর্বময় প্রজ্ঞা।
গাজীপুর অফিসার্স ফোরামের কোষাধ্যক্ষ, সাহিত্য সম্পাদক,
ঢাকার কলেজের প্রতিষ্ঠাতা, অধ্যক্ষ—সব দায়িত্বে সতত।
জগন্নাথ, এশিয়ান, রয়েল বিশ্ববিদ্যালয়ের প্রফেসর,
বিদ্যার সমুদ্র পার করে চলেছেন তিনি সুনিশ্চর।
কাপাসিয়ার বুকের গর্ব, গাজীপুরের অহংকার,
নেক হায়াত, সুস্থ জীবন—প্রার্থনা করি রাত্রি-দিন বার বার।
বিদ্যায় তাঁর ছন্দ, প্রজ্ঞায় তাঁর জ্যোতি,
আলোর পথিক, প্রেরণার উজ্জ্বল অমর প্রতীতি।
আমরা গর্বিত, আমরা আনন্দিত,
সাহস, জ্ঞান ও মানবিকতার প্রতীক—জাহিরুল ইসলাম সিকদার, চিরন্তন অমরিত।
-----------------------------------------
২১-০৯-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।