প্রেমিকার রঞ্জিত চিঠি
- মোঃ আমিনুল এহছান মোল্লা

প্রেমিকার রঞ্জিত চিঠি
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
***************************************

শাখায় শাখায় লাল কৃষ্ণচূড়া নাচে,
হাওয়ায় ভেসে আসে তোমার কোমল সুবাস।
আমি চিঠি খুলে দেখি,
প্রেমিকার লেখা—মৃদু, রঞ্জিত, হাসিমাখা।

“আজ বাগানে তোমার মতো লাল ফুল দেখলাম,
হাওয়ায় ভেসে আসে তোমার হাসির স্মৃতি।”
আমি পড়ি, হৃদয়টা নীরব নদীর মতো,
ঢেউ তুলছে শুধু তোমার জন্য।

পাতার শিশিরে তোমার ছোঁয়া মিলে,
হাওয়ার স্পর্শে তোমার নিঃশব্দ হাসি বাজে।
প্রকৃতির ছায়ায় তুমি,
রোদেলা দুপুরে তুমি,
শীতল বাতাসে তুমি—অবিস্মরণীয়।

প্রেমিকার চোখে তুমি রঙিন স্বপ্ন,
চিঠির শব্দে তুমি কোমল স্পর্শ।
কৃষ্ণচূড়া, তুমি আমার প্রেম,
তুমি আমার রক্তে পাওয়া বাংলাদেশ।

চাঁদের আলোয় তুমি হাসো,
শিশির ভেজা ভোরে তুমি সুরের মতো বাজো।
প্রেমিকার চিঠির রঞ্জিত শব্দে
হৃদয় খোলে নতুন আলো।

তোমার নাম বয়ে যায় বাতাসে,
প্রিয়, তুমি নদীর ধারে, ঘাসের সবুজে,
প্রকৃতির প্রতিটি শ্বাসে তুমি।
প্রেমের বাতাসে তুমি ঘ্রাণ,
প্রিয়, তোমার জন্য বাঁচি, তোমার জন্য লিখি।

কৃষ্ণচূড়ার লাল, প্রেমিকার চিঠির শব্দ—
সব মিলিয়ে এক রঙিন, কোমল ভালোবাসা।
প্রকৃতির নিঃশব্দ গান শুনি,
চিঠির প্রতিটি রেখা বাজায় হৃদয়ের ছন্দ।

রোদেলা দুপুরে তোমার হাসি মিশে যায় আলোতে,
শিশির ভেজা ভোরে তোমার নাম ধীরে ধীরে গায় বাতাস।
প্রেমিকের চোখে তুমি রঙিন ছায়া,
প্রেমিকার হাতে লেখা চিঠি হয়ে যায় স্পর্শ।

শুধু তোমাকে দেখলেই মনে হয়—বাংলাদেশ,
শুধু তোমার হাসি, তোমার ছোঁয়া,
শুধু চিঠির শব্দে ভরা প্রেমের দিনগুলো।
কৃষ্ণচূড়া, তুমি আমার প্রেম,
কৃষ্ণচূড়া, তুমি আমার রক্তে পাওয়া বাংলাদেশ।
--------------------------------------------


২১-০৯-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।