রক্তাক্ত গোলাপ
- মোঃ আমিনুল এহছান মোল্লা
রক্তাক্ত গোলাপ
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
******************************************
এই নাও গোলাপ, তোমার হাতে জমে থাকা স্বপ্নের রঙে,
পাপড়ির প্রতিটি রেখা যেন কোষের ছন্দে নাচা আমার প্রেমের স্মৃতি।
আমিতো চেয়েছি শুধু তুমি আস,
নীরব রাতে কাঁদে আমার অন্তর, অমলায়,
হৃদয়ের রক্তস্রোতের মতো নিঃশব্দ, অচেতন।
দূর থেকে না হয় পাপড়ির সুবাস নেব,
যেমন সূর্যের আলোর কণিকা ভিজে যায় নদীর জলরাশি,
তোমার স্মৃতির ঘ্রাণে ভরে যাবে শূন্য পথ,
প্রতিটি ফোঁটা বৃষ্টির মত নেমে আসে অন্তরের কোষে।
হয়তো কোমল হাতে পরশে জাগিয়ে তুলবো
এই গোলাপের রঙ, যেখানে আমাদের প্রেমের রঙিন আলো ছড়ায়,
তোমার ভালোবাসা না পেলে রক্তাক্ত হবে গোলাপ,
যেমন অতি সূক্ষ্ম ধুলোতে পড়ে যায় রঙিন সূর্যালোক,
প্রেমের সব রঙ মিশে থাকবে বেদনার ছায়ায়।
আমার হৃদয় তোমার দিকে ছুটে যায় অচেতন পথে,
যেমন ধূসর আকাশে মিলিত হয় তারা আর রাতের নীরবতা।
যত অনুভূতি ছিল সবই,
এই গোলাপে জমে আছে, অমলায়, তোমার দিকে,
প্রকৃতির নিঃশব্দ অলঙ্কারে মোড়ানো।
হয়তো আমি ডাকব তোমার নাম বাতাসের হাওয়ায়,
যেমন বীজ ছড়ায় বসন্তের বাতাসে,
তুমি শোনো, দূরের স্বপ্নের আঙিনায়,
আমিতো চেয়েছি শুধু তুমি আস,
তোমার নিঃশ্বাসে ভরে উঠুক আমার নিঃশব্দ রাত।
প্রেমের তীব্রতায় জ্বলে ওঠে আমার অন্তর,
বিরহের নরম ছায়ায় ভিজে যায় প্রতিটি ক্ষণ,
তুমি দূরে, আমি কাছে—কিন্তু তোমার স্পর্শ লাগে,
যেমন নদীর জল ছোঁয়ার সঙ্গে পাথরের মৃদু কম্পন।
এই রক্তাক্ত গোলাপ, তোমার জন্য—
যেখানে সব ভালোবাসা, সব বেদনা, সব অনুভূতি মিলেছে একসাথে।
আমি চেয়েছি শুধু তুমি আস,
আমার স্বপ্নে ভেসে উঠুক তোমার হাসির আলো।
তোমার চোখে ডুবে থাকতে চাই,
তোমার নিঃশ্বাসে ভিজে থাকতে চাই,
হয়তো এই নীরবতা ভেঙে,
তোমার হাতের তাপ আমার শূন্য হৃদয় জাগিয়ে তুলবে।
প্রেমের রঙ, বিরহের ছায়া, করুণার মৃদু আঘাত,
সবই মিশে যায় এই গোলাপে—
যেখানে হৃদয়বিজ্ঞান, প্রকৃতির ছন্দ, সৌরকণা এবং বায়ুমণ্ডলের নীরবতা মিলে
সর্বোচ্চ রোমান্টিক সীমায় রক্তাক্ত হয়ে ওঠে।
------------------------------------------------
২১-০৯-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।