নিজের হিসাব কষে
- মোঃ নাসির উদ্দীন

মানুষ চিনে ভুল করেছি
এই জীবনের পথ চলায়,
নিজের কপাল পুড়ছে আজি
বলি না আর কাহারে গায়।

যারে ভাবি আপন জনে,
চলে যায় সে হিসেব কষে,
দুঃখে কেউ নাই পাশে,
হাসে কেবল সুখের বসে।

স্বার্থ ছাড়া পাইলাম না
একটি মনও মাটির মতো,
ভালোবাসা শুধু কথার ফুল
ভেতর খালি—নেই সে ততো।

চুপে চুপে নিজে জ্বলি,
অভিমানে ভেজে চোখ,
মনটা আজি বোবা হয়ে
চায় না কিছু, পায় না শোক।


২১-০৯-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।