হৃদয়ের সাহিত্য
- মোঃ আমিনুল এহছান মোল্লা

হৃদয়ের সাহিত্য
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট, কাপাসিয়া,গাজীপুর
************************************************

ওহে শুনো, মানবই রচিয়াছে হৃদয়ে সাহিত্য, মহাকাব্য,
জীবনের রক্তে লেখা সব ব্যথা, সব হাসি, সব অশ্রু, সব প্রার্থনা।
হৃদয়ের সাহিত্য যদি প্রেম শুন্য হয়,
সে কখনও কবিতা হতে পারেনা,
শুধু বাতাসে ভাসমান এক নিঃশব্দ ধ্বনি।

পবিত্র প্রেম হৃদয়ের সূর্য আনতে হবে,
যেন ভোরের আকাশে উঁকি দেয় সোনালী আলো,
যা অন্ধকার ভেঙে দিয়ে
মানুষের অন্তরে উদ্দীপ্ত করে আশা, উষ্ণতা, জীবন।

প্রেমের তরঙ্গ এখানেই রচিত হয়,
নদীর ঢেউয়ের মতো উছল ছন্দে,
ঝড়ের গর্জনে, পাতার কাঁপনে,
যেখানে চাঁদ নীরবতার নরম আলো ছড়ায়
রাতের বুকে, যেন মানুষের অন্তর খোলে।

এই যে ভালোবাস, এই যে ঘৃণা করো,
মেঘের ছায়া যেমন পাহাড়ের ঢলে,
বৃষ্টির ফোঁটা যেমন ঝরে মাঠের ঘাসে,
তেমনই মিশে যায় হৃদয়ের কাব্যিক রক্তে।

তবু হৃদয়ের সাহিত্যে লিখো,
আমি ভালবাসি তোমাকে,
ভালবাসি পৃথিবীর মানবতাকে।
প্রতিটি শব্দে বাঁধা আছে আনন্দ, ব্যথা, আশা, হতাশা,
সবই এক মহাকাব্যে গাঁথা।

গভীর নিস্তব্ধতার মাঝেও শব্দগুলো ভেসে আসে বাতাসের মাঝে,
পাতার কাঁপন, ঝরনার মৃদু ঝরঝরানি,
নদীর জলে প্রতিফলিত চাঁদ,
মেঘের ছায়া, সূর্যাস্তের লাল আলো,
সবই প্রতিফলিত করে মানুষের অন্তরের কাব্য।

হাওয়ার সঙ্গে নাচে গাছের সব পাতা,
ঝড়ের ছন্দে কাঁপে পাহাড়ের বুক,
বৃষ্টির ফোঁটা গড়ায় মাঠের ঘাসে,
প্রতিটি ফোঁটা যেন প্রেমের অমোঘ বার্তা।

সাহিত্যিকের কলমে জাগে জীবনের গল্প,
কবির অন্তরে প্রতিফলিত সূর্য-চাঁদ,
প্রকৃতির শ্বাস-প্রশ্বাসে মিশে থাকা
প্রেমের গন্ধ, ঘৃণার আঁচড়, বেদনার কাঁপন,
পাতার কাঁপন, পাখির ডাক, ঝরনার ঝরঝরানি
সবই লেখা হয়ে যায় মানব জীবনের কাব্য।

পবিত্র প্রেম হৃদয়ের সূর্য হয়ে জ্বলে,
অন্ধকার ছাপিয়ে আনে আলো,
মানুষের অন্তরে গড়ে দেয় নতুন আশা,
যা নদীর স্রোত, বৃষ্টির ফোঁটা, বাতাসের গন্ধে মিশে থাকে,
চিরন্তন, অমলিন, অমর।

হৃদয়ের সাহিত্য চিরন্তন, অপার, অমলিন,
যা লিখে যায় মানুষের অন্তর,
যা শোনায় নদী, বাতাস, পাহাড়, আকাশ—
এটাই মানবের রচনা, মানবের হৃদয়ের সাহিত্য,
যা প্রেম, বেদনা, ঘৃণা ও মানবতার সঙ্গে
চিরকাল বেঁচে থাকে, ঝরে পড়ে না কখনও।
----------------------------------------


২২-০৯-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।