অবহেলিত প্রেম
- মোঃ আমিনুল এহছান মোল্লা
অবহেলিত প্রেম
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
***********************************
পৃথিবীর শেষ প্রান্তে,
যেখানে সোনালি সূর্যও নিঃশব্দে থামে,
একটি হৃদয় বসে থাকে, অবহেলিত, নিঃসঙ্গ।
তখন বাতাসও যেন প্রেমের কণাকে ছুঁতে দ্বিধা করে,
পাথরের ছায়া পড়ে নদীর বুকের ওপর,
নদী হেসে হেসে বয়ে চলে অজান্তে।
প্রেম এক অদৃশ্য চেতনার তরঙ্গ—
মাটির গন্ধে মিশে, পলাশের লাল ফুলে ফুটে,
ঘাসের কুঁড়িতে সযত্নে ঘুমোতে চায়,
তবু কখনো ঠিকানা পায় না।
পাহাড়ের শীর্ষে ওঠে, অমলিন আকাশে হারায়,
ঝরে অকাল বৃষ্টি হয়ে ভেজায় পাতা,
আকাশের নীলের সঙ্গে মিশে ধুয়ে যায়।
তবু প্রেম, হ্যাঁ প্রেম,
সৃষ্টি করে পথিকের শ্রেষ্ঠ মহাকাব্য।
অবহেলিত হোক বা অবহেলা হোক,
প্রেম খোঁজে নিজেকে, ছুটে চলে নিরন্তর।
কিন্তু যখন অহংকার আসে,
মানবতার ধ্বংসাবশেষে প্রেম হারিয়ে যায়,
অপমানিত প্রেমের শুন্যতায় ব্যাকুল হয়ে ওঠে,
নদী ভেসে নিয়ে যায় শেষ সোনালি আলোর কণাকে।
বাতাসে মিশে থাকে অশ্রুর গন্ধ,
পলাশের লাল রঙ অচেনা ব্যথা শোনায়,
পাহাড়ের ছায়া দীর্ঘ হয়,
নদী অচেতনভাবে নিজেকে খুঁজে বেড়ায়।
কিন্তু প্রেম আর ফিরে আসে না—
সে হয়ে যায় এক অবহেলিত স্বপ্ন,
এক দিগন্তহীন সীমারেখা,
যেখানে শুধুই রহস্য, শুধুই চিরন্তন অপেক্ষা।
---------------------------------------------------
২২-০৯-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।