গরু চোরের তাণ্ডব
- মোঃ আমিনুল এহছান মোল্লা
গরু চোরের তাণ্ডব
কলমেঃ মোঃ আমিনুলে এহছান মোল্লা
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
*****************************************
রাতের কুয়াশায় কাপাসিয়ার গ্রাম নিঃশব্দ,
গোয়াল ঘর ফাঁকা, ক্ষুধার্ত কৃষকের চোখে বিষাদ।
বিনিন্দ্র পাহাড়ার ছায়া নদীর ঢেউ কাঁপায়,
মাটির বুক কেঁপে ওঠে, বাতাসে ভয় ভেসে।
চোরের পদচারণা ঘুম ছিনিয়ে নেয়,
প্রতিটি খামার, প্রতিটি গোয়াল, নিঃশ্বাসে কাঁপে।
নদী-খাল, বালুখেঁড়ে বলে অশুভ খবর,
কাপাসিয়ার বাসীর ক্ষতি, স্বপ্ন ছিটকে যায় বাতাসে।
দূর এলাকা থেকে আসে চোরের দল,
দাপট ছড়ায়, আতঙ্কে কাঁপে গ্রামের মানুষ।
গরু চুরি, গোয়াল ভাঙা, মাঠে নিঃশব্দ কান্না,
অর্থনৈতিক শুন্যতায় কৃষক নিঃস্ব, আত্মা ঝাঁপিয়ে কাঁপে।
বিনিন্দ্র পাহাড়াও শিউরে ওঠে দাপটে,
মাটির ধুলো উড়ে, পদচারণা ছড়ায় ছায়ার মতো।
প্রতিটি গরু খুঁজে খুঁজে চলে চোর,
নদীর জলে প্রতিধ্বনি বাজে, আতঙ্ক ছড়ায় চারপাশে।
কিন্তু শেষে আসে ন্যায়ের রোদের আলো,
চোরকে ধরা পড়ে, সরাসরি আইনের হাতে।
বিচার ঘটে, মাটির ছোঁয়ায় প্রতিশোধ পূর্ণ হয়,
উৎপাত থেমে যায়, গ্রাম শান্তির নিঃশ্বাস ফেলে।
মাঠ হাসে, গোয়াল ঘর পূর্ণ, নদী-খাল গান গায়,
কৃষকের ক্ষুদ্র আশা জ্বলে, শান্তি ফিরে আসে প্রাণে।
বিনিন্দ্র পাহাড়া স্বস্তিতে নিঃশ্বাস ফেলে,
কাপাসিয়ার গ্রাম জাগে নতুন ভোরের আলোয়।
------------------------------------------------------
২২-০৯-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।