কৈশোর প্রেম
- মোঃ আমিনুল এহছান মোল্লা
কৈশোর প্রেম—
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট, কাপাসিয়া,গাজীপুর
********************************
কৈশোর প্রেম—
এক অপরিপক্ব অনুভূতি,
যেন কচি পাতার সবুজে লুকানো ঝড়।
স্বপ্নের নৌকো ভাসে কল্পনার নদীতে,
কিন্তু দিগন্তহীন স্রোতে
ডুবে যায় বাস্তবতার তীরে পৌঁছাতে না পেরে।
প্রথম স্পন্দনের ঢেউ
কখনো গোলাপের মতো রঙিন,
কখনো বিষাক্ত কাঁটার মতো রক্তাক্ত।
লেখাপড়ার খাতা বন্ধ হয়,
ভবিষ্যতের অক্ষর ঝরে পড়ে—
যেন বৃষ্টিহীন মাঠে শুকিয়ে যাওয়া ধানের শীষ।
প্রেমিক-প্রেমিকার অজানা পথচলা
বুকে আনে অস্থিরতার ঢেউ,
মোবাইলের আলোয় হারিয়ে যায় সম্ভাবনা,
আড্ডার আড়ালে জন্ম নেয় মাদক, সিগারেট,
অন্ধকার জগতের নেশা।
এই প্রেমে ফুটে ওঠে প্রতারণার ফুল,
বিরহের আগুনে পুড়ে যায় মন,
অশ্রুজলে ডুবে যায় রাতের বালিশ।
অকাল গর্ভধারণের কালো দাগ
পরিবারে আনে কলঙ্ক,
পিতার কপালে অশ্রুর রেখা,
সমাজে লজ্জার আঁধার।
কৈশোর প্রেম—
যদি নিয়ন্ত্রণহীন থাকে,
তবে জন্ম দেয় বখাটেপনা, অপরাধ, ছিনতাই;
রক্তাক্ত পথে নিভে যায় তরুণ সম্ভাবনা,
মায়ের বুক ফেটে যায় নীরব ক্রন্দনে।
তবু—
যদি এই প্রেম হতো নির্মল,
শিক্ষার আলোয় শৃঙ্খলিত,
তাহলে তা হতে পারত
তারুণ্যের দীপ্ত নক্ষত্র,
যেখানে প্রেম হতো আলোর কবিতা,
ভবিষ্যতের গর্বিত জয়গান।
কিন্তু নিয়ন্ত্রণহীন কৈশোর প্রেম—
শুধুই এক অপরিপক্ব অনুভূতি,
যেখানে প্রেম নয়,
অশ্রুজল, বিরহ আর কলঙ্কের অন্ধকার।
২২-০৯-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।