কৈশোর আড্ডা
- মোঃ আমিনুল এহছান মোল্লা
কৈশোর আড্ডা
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট, কাপাসিয়া,গাজীপুর
************************************************
কৈশোর আড্ডা—হায় কী ভয়াল ডাক,
আবেগে ভাসে মন, কল্পনায় ঝলক পাক।
হীরো হীরো ভাব, বুক ফুলানো গান,
গ্যাং গড়ে তোলে রাতের অন্ধকারে প্রাণ।
মাদক নেশার ধোঁয়া, চুরি আর ছিনতাই,
রাহাজনির তান্ডব, ইভটিজিং ভয় পাই।
লেখা-পড়া ধ্বংস, জীবনে কালো দাগ,
হানাহানি-মারামারি—অন্ধকারে ফাঁদ।
কুবুদ্ধির স্কুলে চলে বিষের পাঠশালা,
বন্ধু নয়, দোসর সব শয়তানের খেলা।
পিতা-মাতার চোখে দুঃখের সাগর ঢেউ,
সোনালী ভবিষ্যতের আলো নিভে গেল সে-ই।
অশ্লীল পর্দার নেশা, পর্ণগ্রাফির বাঁধ,
অপরাধের জালে জড়ায় নবীন সাধ।
জাতির কিশোর স্বপ্ন হয় কেবল খরাপ,
অবাধ্য সন্তান গড়ে সমাজে সর্বনাশ।
ওহে কিশোর! ফেরো তুমি আলোর পথে,
আড্ডার অন্ধকার ফেলে যাও শিক্ষার রথে।
ভবিষ্যৎ তো তোমার হাতে জাতির দিশা,
তুমি যদি জাগো—জাগবে সোনার বাংলাদেশ আশা।
***********************************
২২-০৯-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।