অব্যক্ত প্রেম
- মোঃ আমিনুল এহছান মোল্লা

অব্যক্ত প্রেম
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
********************************

অব্যক্ত প্রেম—এক অনন্ত শিখা,
যা হৃদয়ের অন্ধকারে নীরবভাবে জ্বলে।
রাত্রির নিস্তব্ধতায়, চাঁদের নরম আলোয়,
প্রতিটি নিঃশ্বাসে বাজে তোমার স্পর্শের প্রতিধ্বনি।

না পাওয়া ব্যথা, অগণিত কামনা,
শুন্যতায় ভেসে ওঠে তৃষ্ণার অমোঘ তরঙ্গ।
প্রেমের শক্তি—হৃদয়ের অদম্য প্রেরণা,
ভয়, শঙ্কা, কিছু পরাজয়—সব মিলিয়ে
অব্যক্ত প্রেমের অমলিন দীপ্তি জ্বলে।

পাতার নীরব কাঁপন, বৃষ্টির নিঃশব্দ স্রোত,
নদীর শান্ত স্রোতে বাজে হৃদয়ের অভ্যন্তরীণ সুর।
শত বিরহের মাঝে তুমি—স্বর্গীয় স্পর্শের ঝলক,
যা রাতের অন্ধকারেও আলো ছড়িয়ে দেয়।

ফুলের ঘ্রাণে, বাতাসের নরম শীতল স্পর্শে,
মনে হয় তুমি—এক চিরন্তন শিখা,
যা হৃদয়ের গভীরতম কোণে জ্বলছে।
অব্যক্ত প্রেম—নীরব, চিরজীবী, অমলিন।

সন্ধ্যার নীরব আকাশে বাজে তোমার নাম,
রাত জেগে চাঁদের আলোয়, বৃষ্টির ঝাপটায়,
প্রতিটি মুহূর্তে অনুভব করি
অব্যক্ত প্রেমের স্বর্গীয় সঙ্গীত—
যা হৃদয়, প্রকৃতি, নীরবতার সঙ্গে মিলিত হয়ে
চিরন্তন হয়ে বয়ে চলে।

এখানে পবিত্রতা, এখানে শ্রদ্ধা,
এখানে শত ব্যথা, শত কামনা, শত বিরহ,
সব মিলিয়ে সৃষ্টি—এক কালজয়ী কাব্য,
যা হৃদয়কে ঘিরে ধরে,
চিরন্তন প্রেমের নিঃশ্বাস বয়ে আনে।
---------------------------------------------------------


২২-০৯-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।