গোলাপ এখনো ফোটে
- মোঃ আমিনুল এহছান মোল্লা

গোলাপ এখনো ফোটে
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
******************************************

মরু বক্ষে, শুকনো ডালে
এখনো ফোটে গোলাপের পাপড়ি।
রোদের কোমল হেসে ওঠা আলোর নরম স্পর্শে
প্রতিটি পাপড়ি জাগে, শিশিরের আলোয় ভরে।

দূরের স্মৃতি নিয়ে এসেছিলে তুমি,
হৃদয়ের গভীরে বুনেছিলে সযত্নে।
একটি গোলাপ—দূরে দিয়েছিলে,
আমি নিয়েছিলাম নিঃশব্দ আনন্দে,
সেই নিঃশব্দ, অমলিন ভালোবাসার আলোয়।

গোলাপটি এখনও ঝরে যায়নি,
প্রতিদিন ফোটে—পতিতপল্লবের নরম ছোঁয়ায়,
হাওয়ার কোমল নাচে, মাটির গন্ধে,
সূর্যের স্বর্ণরঙা আলোর খেলায়।

তুমি নেই—শূন্যতা চোখে,
তবু তুমি আছো পাতার ছায়ায়,
পাখির গানে, ঝর্ণার স্রোতে,
প্রতিটি ছন্দে, প্রতিটি সুরে।

প্রেমের গহিনে লুকিয়ে রেখেছিলে তুমি
সেই নির্জন, পাপড়ির কোমল হাসি।
কেন এত ভালোবেসেছিলে?
ভুলে যেতে চাই, তবু ফিরে আসো—
মরু প্রান্তরের জলহীন হৃদয়ে
ফোটো, ফোটো—প্রেমের অমলিন রঙে।

রাতের চাঁদের নরম আলোয়
গোলাপটি যেন স্বপ্নে ভেসে ওঠে।
তোমার হাসির মতো, তোমার নিঃশ্বাসের মতো,
প্রতিটি শ্বাসে প্রেমের স্পন্দন।

ভোরের হাওয়ায় লুকিয়ে থাকা শিশির
গোলাপের পাপড়িতে দুলে ওঠে,
প্রেমের আগুন জ্বেলে, হৃদয় গরম করে,
অমলিন সেই ভালোবাসা—শূন্যতাতেও বিদ্যমান।

ফোটো, ফোটো—তুমি আমার রঙে,
ফোটো আগের মতোই, তীব্র সুবাসে।
প্রেমের অমলিন চিহ্নে,
গোলাপ এখনো ফোটে,
ফুলছে হৃদয়ের প্রতিটি কোণে,
প্রতিটি ক্ষণে, প্রতিটি স্মৃতিতে,
প্রতিটি বাতাসে, প্রতিটি আলোয়।

এখনো তোমার ছোঁয়া আছে,
প্রতিটি ফুলে, প্রতিটি ছায়ায়,
আমি দেখি, আমি নিঃশ্বাসে ধরি,
তুমি—এখনও আছো,
গোলাপের মতোই—চিরন্তন, চিরস্মরণীয়।
-----------------------------------------------


২২-০৯-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।