তুমি প্রেম শুন্য
- মোঃ আমিনুল এহছান মোল্লা

তুমি প্রেম শুন্য
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
************************************

তুমি প্রেম শুন্য।
আমাকে হারাতে গিয়ে তুমি নিজেই হেরে গেলে।
তোমার অহংকারের উড়ান ধূলোর সঙ্গে মিলিয়ে গেছে,
ঝরা পাতার ফিসফিসানি, নদীর নীরব স্রোত—
সবই তোমার দম্ভের সাক্ষী।

তুমি উম্মাদ, পাগল, মদখোর, গাঁজা খোর—
কিন্তু সেই কাননও তোমার পায়ে ফুল ফোটাতে পারল না।
ফোনের শব্দ নিঃশব্দে থেমে আছে,
বনফুলের সুবাস, চাঁদের নীরব আলো—
কেবল তোমার অহংকারকে হাসি দেখায়।

আমি অনেক দূরে এসেছি,
নদীর নীরব স্রোতের মতো,
পাহাড়ের ধূসর ছায়ার মতো,
বাতাসের মতো অদৃশ্য—
আমি অন্য কারো হয়ে গেছি।

কেন হারাতে চেয়েছিলে?
আজ কেন তুমি হেরে গেলে?
যে প্রেমকে তুমি তুচ্ছ করেছিলে,
সেই প্রেম আজও বাতাসে ফোটে,
ফুলের কুঁড়ির মতো কোমল,
ঝর্ণার স্রোতর মতো মুক্ত,
চাঁদের নীরব আলোয় ভেসে আসা মধুর স্রোত।

তোমার কান্না পড়ে শাখা-শাখা পাতার মাঝে,
পাখিরা যেন তোমার বিরহে কাঁদছে,
বৃষ্টি ঝরে নদীর ঢেউয়ে মিশে,
চলন্ত ধূসর ছায়ার সঙ্গে তোমার দম্ভ ভেঙে ফেলে।

তুমি প্রেম শুন্য, বিরহে ভরা,
এখন সামনে আসতেও লজ্জা পাচ্ছো।
কিন্তু এটিই তোমার পরাজয় নয়—
এটি অহংকারের, দম্ভের পরাজয়।

প্রেম হারেনি।
ফুটন্ত পুস্পের মতো আগেও ছিল,
এখনও আছে—
গভীর মধুময়, নীরব,
ঝর্ণার স্রোতর মতো প্রবাহমান,
রোমান্টিক, চিরন্তন,
শুধু তুমি অনুধাবন করতে পারোনি।

প্রেম হলো নদী,
যা কখনো শুকায় না,
যা কখনো হারায় না।
তুমি হেরে যাও,
কিন্তু প্রেম অদম্য,
অমর, চিরন্তন।
--------------------------------------------


২২-০৯-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।