অপমানের সংস্কৃতি
- মোঃ আমিনুল এহছান মোল্লা
অপমানের সংস্কৃতি
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
********************************************
অপমানের আগুন জ্বলে সর্বত্র!
হে জাতি— তুমি আজ নিঃশ্বাসহীন!
মানব সভ্যতা হারিয়েছে ঐতিহ্যের দীপ্তি,
নীতি-নৈতিকতা আজ মরুভূমির তৃষ্ণা।
স্নেহের আলো নিভে গেছে অন্তরালে,
শ্রদ্ধার প্রদীপ জ্বলে না আর!
মানুষরূপী হায়েনারা দাঁত বের করে,
চরিত্রের পচন ছড়ায় রক্তাক্ত হাসিতে।
হিংসার ঝড়, প্রতিহিংসার বজ্র—
প্রাণে প্রাণে ছোবল, বিষাক্ত শ্লোগান!
রাজনীতির নামে প্রতারণার রাজত্ব,
দেশদ্রোহীর মুখে উল্লাসের গান!
দেশপ্রেমের মৃত্যু-ঘণ্টা বাজে,
অকাল মৃত্যু তবু কেউ শোনে না!
অশুভ সংস্কৃতির নাচন চলে সর্বত্র,
তারুণ্যে লাগে লাগামহীন উন্মাদনা।
মেরুদণ্ডহীন নেতৃত্ব ভেসে যায় ভীরুতায়,
কান্ডারীহীন জাতি পথ হারায় অন্ধকারে।
নৈতিক শিক্ষা নেই— নেই মানবতার শিখা,
অমানবিকতার কাদায় ডুবে গেছে আত্মা।
অশ্লীল ভাষা, বাজে স্লোগান,
ডিম ছোঁড়ার লজ্জাজনক সংস্কৃতি!
দেশে-বিদেশে অপদস্ত অপমান,
সুনামের পতাকা মাটিতে গড়ায়!
সাবধান হে জাতি!
এভাবে চললে বাজবে দামামা,
গৃহযুদ্ধের আগুনে জ্বলবে প্রান্তর,
রক্তে ভেসে যাবে বাংলাদেশ!
তারুণ্য, জাগো বজ্রের মতো!
তোমার মুষ্টি হোক বজ্রাঘাত,
তোমার গর্জন হোক ঝঞ্ঝার ডাক,
মেরুদণ্ডহীন নেতৃত্বকে দাও লাথি!
বিদেশে লাঞ্ছনার কালিমা মুছতে হবে,
দেশে ফিরিয়ে আনতে হবে সুনামের পতাকা!
নৈতিক শিক্ষা জ্বলুক আলোকস্তম্ভ হয়ে,
অমানবিকতার অন্ধকার ডুবে যাক অতলে!
এ দেশ বিক্রি নয়! এ দেশ ভিক্ষার নয়!
এ দেশ রক্তে কেনা, বাংলাদেশ অমর!
চলো ঝড় তুলি, আগুন জ্বালি,
অপমানের সংস্কৃতি করি ছারখার!
ন্যায়ের বজ্রধ্বনি কাঁপাক আকাশ,
হাজার বজ্রগর্জন ভাঙুক শৃঙ্খল!
অপমানের অন্ধকার ভস্ম হোক আজই,
জন্ম নিক নতুন গৌরবময় বাংলাদেশ!
--------------------------------------------
২৩-০৯-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।