বিপথে তারুণ্য
- মোঃ আমিনুল এহছান মোল্লা
বিপথে তারুণ্য
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট, কাপাসিয়া,গাজীপুর
*********************************************
তারুণ্যের সূর্য আজ অস্তের ধারে।
ভোরের আলো নিভে গেছে কালো আঁধারে।
কার স্বার্থে হারাল তরুণ পথের দিশা?
অস্র দিয়েছে তুলে—দীপ্তি গেছে নিশা।
মবতন্ত্রের শিক্ষা-দীক্ষা আজ শিকলবদ্ধ।
কাণ্ডারী নিশ্চুপ, ক্ষমতার লিপ্সায় অন্ধকূপ।
লেখাপড়ার বদলে নেশা, অস্ত্র, চাঁদাবাজি।
অনৈতিকতায় জড়ানো, দেশে বিপদাবহ হুলস্থুলি।
বিপ্লবের মর্যাদা নতশির।
বিপ্লবী হারিয়েছে মুক্তির পথ।
জাতি চায় মুক্তি।
জাতি চায় মুক্তির স্বর।
কিন্তু বিপ্লবী হলো নিজের বিপ্লবের শিকার।
গুম!
হত্যা!
রাহাজানি মারামারি!
দেশদ্রোহী চক্র ভাঙছে জাতির মেরুদণ্ড।
ভাঙছে ভবিষ্যৎ।
ভিভক্তি পথে রক্তে সোনার বাংলাদেশ।
তারুণ্য ভুলে যাচ্ছে লক্ষ শহীদের অর্জিত স্বাধীনতা।
ভুলেছে "আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি।"
ভয়ঙ্কর কালো রাত্রি সম্মুখে দাঁড়িয়েছে।
তারুণ্যের আলো নিভে গেছে দেশদ্রোহীর মায়াজালে।
সাবধান!
সাবধান!
জাগো, জাগো—বিদ্রোহী তরুণ, অগ্নিমুখে!
জাগো আবার।
প্রভাতী শিখা হাতে।
বিদ্রোহী নজরুলের পথে।
ধ্বংস করো অশুভ শৃঙ্খল।
দেশকে ফিরিয়ে আনো মুক্তির আলোয়।
তারুণ্য হোক আবার স্বাধীনতার বজ্রঘোষের কণ্ঠস্বর।
---------------------------------------
২৩-০৯-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।