প্রেম এক অদৃশ্য তরঙ্গ
- মোঃ আমিনুল এহছান মোল্লা
প্রেম এক অদৃশ্য তরঙ্গ
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
******************************************
হৃদয়ের গভী ভেসে আসে এক অদৃশ্য তরঙ্গ,
যে তরঙ্গকে ধরা যায় না, ছোঁয়া যায় না,
তবু বাঁচে হৃদয়ে, স্পন্দিত, জীবন্ত।
ঝড় থামাতে পারে না তাকে।
অপমান বোঝে না সে।
শুধু জানে—স্বর্গীয় স্পর্শ,
নিঃশব্দ অস্তিত্বের কোমল গান।
শূন্যতার গভীরে লুকানো প্রত্যাশা,
কামনার নীরব ঢেউ,
গোপনে স্বপ্ন পাহারা দেয়,
মৃত্যুর ছায়া ঘিরেও প্রেম বাঁচে।
মৃত্যুঞ্জয়ী, অদৃশ্য, পবিত্র,
অপ্রকাশ্য, অবিনশ্বর।
নদীর জল শোনে তার হাসি,
পাহাড়ের মাটি মাখে তার গন্ধ।
বনের পাতা নীরব নাচে তার ছন্দে,
পাখির ডাকে ফুটে তার অদৃশ্য স্পর্শ।
চাঁদের আলো খোঁজে তার নিঃশব্দ আভা,
স্বর্গীয় কোনো সীমা স্পর্শ করতে পারে না।
প্রেম ছড়িয়ে পড়ে নদী-পাতা-আকাশে,
বাতাসের কোমল স্পর্শে, রোদ-বৃষ্টির ছোঁয়ায়।
নীরব, অনন্ত, চিরনবীন,
অদৃশ্য তরঙ্গ—চিরন্তন, রোমান্টিক, পবিত্র, প্রাণস্পন্দিত।
কেউ দেখেনি, কেউ বোঝেনি, কেউ চেয়েও বোঝেনি,
তবু চেতনার গভীরে ফোটে প্রেম,
যা অবিনশ্বর, জীবনদায়ী,
স্বপ্নময়, হৃদয়ের সর্বোচ্চ অনুভূতি।
--------------------------------------
২৩-০৯-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।